Ajker Patrika

সমঝোতা হলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, কারণ স্বতন্ত্র থাকবে: ওবায়দুল কাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২: ৪২
সমঝোতা হলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, কারণ স্বতন্ত্র থাকবে: ওবায়দুল কাদের 

জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতা হলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আজ রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের এ কথা বলেন। 

আসন সমঝোতা হলে প্রতিদ্বন্দ্বিতা কীভাবে থাকবে—এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী রয়েছে। নৌকা না থাকলেও স্বতন্ত্র প্রার্থী রয়েছে। প্রতিদ্বন্দ্বিতা হবে।’ 

কাদের বলেন, ‘জাপার সঙ্গে সমঝোতা আছে। কোনো রকম অশোভন পরিস্থিতি তৈরি হয়নি। শুধু আসন ভাগাভাগি নয়, রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছি। প্রার্থিতার বিষয়টি বিকেল ৪টার মধ্যে ঠিক হবে। আগাম কোনো ঘোষণা দিতে চাই না। কারণ কিছু রদবদল হতে পারে। আসন ছাড়ের বিষয়ে ধারণা আমরা জাপাকে দিয়েছি। তারা আমাদের কাছে বেশি চাইতেই পারে ৷ আমাদের তো সীমাবদ্ধতা আছে।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘যেসব আসন ছাড়ব, সেই সব আসনে আমাদের প্রার্থী বসানো হবে। আশানুরূপ প্রার্থী না থাকলে জাপার নির্বাচন থেকে সরে যাওয়ার আশঙ্কা প্রসঙ্গে জানতে চাইলে কাদের বলেন, ‘তাদের নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত