তাড়াশে বোরোর বীজতলার চারা বাঁচাতে পলিথিন
পৌষের শেষ দিকে শীত জেঁকে বসেছে। মাঠে মাঠে বোনা ও রোপা আমন ধান কাটা এবং মাড়াইয়ের কাজ ইতিমধ্যে শেষ হতে চলেছে। আর এ সময়ে সিরাজগঞ্জের তাড়াশে সরিষার আবাদ হয়নি এমন ফসলি জমিতে চলছে আগাম জাতের বোরো আবাদের প্রস্তুতি। তাই কৃষকেরা এখন জমি তৈরি, বীজতলা পরিচর্যা ও চারা বীজ বপনের কাজে ব্যস্ত সময় পার করছেন।