Ajker Patrika

চৌদ্দগ্রামে সরিষা আবাদের জমি বেড়েছে ৫৫ হেক্টর

চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রামে সরিষা আবাদের জমি বেড়েছে ৫৫ হেক্টর

চৌদ্দগ্রাম উপজেলায় চলতি মৌসুমে ৩৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ৫৫ হেক্টর বেশি। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, গত মৌসুমে উপজেলায় ২৯৫ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছিল। এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩১০ হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বারি-১৪, বারি-১৭, বারি-৯ ও লোকাল টরি-৭ জাতের সরিষা আবাদ করা হয়েছে। এবার বৈরী আবহাওয়া বিরাজ করলেও ফলন ভালো হওয়ার আশা করা হচ্ছে। উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নসহ প্রত্যন্ত অঞ্চলের কৃষকেরা বর্তমানে খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ঘাসিগ্রামের কৃষক আবুল খায়ের বলেন, ‘সার ও গরুর শুকনা গোবর ব্যহারের কারণে সরিষার ফলন এবার ভালো হয়েছে। লোকাল টরি-৭ সরিষার চাষ করেছি। সরিষা চাষে খরচ কম। সার ও হাল চাষে কিছুটা খরচ হলেও ফলনে লাভ হয় বেশি।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন আরও বলেন, ‘চাষ বাড়াতে উপজেলার ৪০০ কৃষকের মধ্যে বীজ এবং সার প্রণোদনা হিসেবে বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তারা মাঠ পরিদর্শন করছেন। তাঁরা যেকোনো সমস্যায় কৃষকদের সঠিক পরামর্শ দিচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত