Ajker Patrika

বালুর ট্রাকে সড়কের সর্বনাশ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১০: ১৮
বালুর ট্রাকে সড়কের সর্বনাশ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে তিনটি ফসলি জমি ভরাটের কাজে নিয়োজিত ড্রাম ট্রাক চলাচল করায় হুমকির মুখে পড়েছে কোটি টাকার রাস্তা। উপজেলার রশুনিয়া ইউনিয়নের তাজপুর গ্রামের শংকর ডাক্তারের বাড়ির পাশে এ ভরাটের কাজ চলছে।

কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে এ ভরাট কাজ। রাস্তার বিভিন্ন স্থানে বালু পড়ার কারণে যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষজন।

সরেজমিনে দেখা যায়, তাজপুর এলাকার শংকর ডাক্তারের বাড়ির পাশে প্রায় দেড় একর ফসলি জমি ভরাট করছেন ঠিকাদার শাজাহান। উপজেলার বিভিন্ন স্থান থেকে ড্রাম ট্রাকের মাধ্যমে বালু এনে ভরাট করা হচ্ছে। ফলে শ্রীনগর উপজেলার বীরতারা থেকে সিরাজদিখান উপজেলা যাতায়াতের প্রধান সড়কটি পড়েছে ব্যাপক হুমকির মুখে। এতে সড়কটির বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া ড্রাম ট্রাকে আনা বালু রাস্তার ওপরে এসে পড়ায় অটোরিকশা ও মোটরসাইকেলে ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা। আর সাধারণ মানুষজনের ভোগান্তি তো রয়েছেই। সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এর কোনো ব্যবস্থা নিচ্ছে না তাঁরা বলে জানান এলাকাবাসী।

তাজপুর এলাকার বাসিন্দা ইয়াকুব আলী বলেন, ‘এ রাস্তা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত অর্ধশত বালুর গাড়ি চলাচল করে। এতে করে রাস্তার বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

এ বিষয়ে ঠিকাদার শাজাহান ব্যাপারী বলেন, ‘আমরা অনুমতি এনে মাটি ভরাট করছি। আপনার যদি জানতে ইচ্ছা করে তবে ভূমি কর্মকর্তার থেকে জেনে নিয়েন। আর রাস্তা দিয়া বড় গাড়ি চললে একটু ক্ষতি তো হবেই।’

এ বিষয়ে রশুনিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলমগীর সোলাইমান বলেন, ‘আমি কিছুদিন আগে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাঁদের নিষেধ করে এসেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত