‘কুন ফায়াকুন’ রেকর্ডের সময় গায়ককে অজু করতে বলেন এ আর রহমান
অস্কার বিজয়ী ভারতীয় সুরকার এ আর রাহমানের জন্মদিন আজ। আত্মা আলোড়নকারী সুর তৈরিতে অতুলনীয় প্রতিভার প্রমাণ দিয়ে এসেছেন তিনি। তাঁর জনপ্রিয় গানের একটি ‘কুন ফাইয়া কুন’। রণবীর কাপুর অভিনীত বলিউড সিনেমা ‘রকস্টার’-এর গান এটি। কবি ও গীতিকার ইরশাদ কামিলের লেখা এই গানে কণ্ঠ দেন জাভেদ আলী, এ আর রাহমান, মোহিত চৌহ