মেয়র সাদিকের ‘খলিফা’ মান্নার মনোনয়নপত্র বাতিল
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সদ্য বিলুপ্ত মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কারাবন্দী রইজ আহমেদ মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণখেলাপি, তথ্যে গরমিল ও সশরীরে মনোনয়নপত্র দাখিল না করায় আজ বৃহস্পতিবার তাঁর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।