Ajker Patrika

ছাত্রলীগের কমিটিতে পদ-বাণিজ্যের অভিযোগ নিয়ে আ.লীগের বিবৃতি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৩, ২২: ২১
ছাত্রলীগের কমিটিতে পদ-বাণিজ্যের অভিযোগ নিয়ে আ.লীগের বিবৃতি

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আওতাধীন আনোয়ারা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে বিবৃতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। 

আজ মঙ্গলবার বিকেলে সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ বিবৃতি দেওয়া হয়। 

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিককালে আনোয়ারা উপজেলা, আনোয়ারা কলেজ ও বটতলী কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করা হবে বলে অপপ্রচার চালিয়ে পদ-পদবির লোভ দেখিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এমন ঘটনায় কোনো অনৈতিক লেনদেন ও অপপ্রচারে লিপ্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয় এ বিবৃতিতে। 

বিবৃতির বিষয়ে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গসংগঠন। তাই সব ধরনের অপকর্ম থেকে বিরত থাকার জন্য এই বিবৃতি দেওয়া হয়েছে।’ 

জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন বলেন, ‘ছাত্রলীগের কমিটিতে পদ-পদবি দেওয়ার নামে অর্থ লেনদেনের কোনো অভিযোগ পেলে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘আনোয়ারা উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি গঠনের কোনো পরিকল্পনা এ মুহূর্তে আমাদের নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত