Ajker Patrika

বগুড়ায় ভাড়া বাসা থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৩, ১৮: ১৪
বগুড়ায় ভাড়া বাসা থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় ভাড়া বাসা থেকে নাঈম ভূঁইয়া (২০) নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, এক মাসের হাত খরচের টাকা একবারে না দেওয়ায় সে অভিমান করে আত্মহত্যা করেছে।

আজ বুধবার সকাল ৮টার দিকে শহরের কলোনি এলাকার এক বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাঈম ভূঁইয়া বগুড়া জেলার ধনুট উপজেলার উজালসিং এলাকার আব্দুল লতিফের ছেলে। সে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

নাঈমের বড় ভাই সাদ্দাম হোসেন সাজু বলেন, ‘আমরা দুই ভাই ও আমাদের নানি শহরের কলোনি এলাকায় ভাড়া বাসায় বসবাস করি। নাঈম উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়াশোনা করত। প্রতিদিন তাকে হাত খরচের টাকা দিতাম। কিন্তু কয়েক দিন ধরে সে আমাদের কাছ থেকে একবারে এক মাসে চলার মতো টাকা চাচ্ছিল। কিন্তু বেশি টাকা দিলে বাইরে ঘোরাফেরা বেশি করে টাকা নষ্ট করবে বলে তা করিনি। এ নিয়ে অভিমান করেছিল সে।’ 

সাদ্দাম আরও বলেন, ‘বুধবার সকালে নাঈম ঘুম থেকে উঠে নাশতা করে। রুমে শুয়ে থাকা দেখে আমি বাইরে যাই। আমার নানি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এই সময়ের মধ্যে সে ফ্যানের হুকের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।’

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ বলেন, ‘নাঈমের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত