রংপুরে চাঁদার ভাগ নিয়ে দ্বন্দ্বে জড়াল যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ
গাড়ি পার্কিং, ওঠানো চাঁদার ভাগ-বাঁটোয়ারা নিয়ে রংপুর-ঢাকা মহাসড়কে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মডার্ন মোড়ে এ ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।