কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাব্বির মিয়া। ছিনতাইয়ের অভিযোগে গত মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। দু’দিন পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জামিনে কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় আসেন সাব্বির। তখন একাধিক ফুলের মালা দিয়ে মোটরসাইকেল শোডাউন দেওয়া হয়। মোটরসাইকেল শোডাউনে হাততালি দিয়ে ‘সাব্বির ভাই, সাব্বির ভাই’ বলে স্লোগান দিচ্ছিলেন সমর্থকেরা।
শোডাউন শেষে সংসদ নির্বাচনকালীন ভৈরব পৌর শহরের ১০ নং ওয়ার্ডের আওয়ামী লীগ অফিসে বক্তব্য দেন সাব্বির মিয়া। বক্তব্যে বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তিন দিন জেল খেটেছেন, ছয় মাস খাটলেও তাঁর প্রতি মানুষের ভালোবাসা কমবে না!
এ বিষয়ে ভৈরব পৌর এলাকার ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, যে অফিসে সাব্বির বক্তব্য দিয়েছেন সেটি ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় নয়। সংসদ নির্বাচনের সময় এটি ভাড়া নেওয়া হয়েছিল। বর্তমানে এটি বন্ধ। আর সাব্বিরকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ মার্চ সন্ধ্যায় ভৈরব পৌর শহরের রাণী বাজারের ব্যবসায়ী মোক্তার হোসেন মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। উপজেলার চন্ডিবের ব্রিজের কাছাকাছি পৌঁছালে দুটি মোটরসাইকেলে চারজন লোক দেশীয় অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর গতিরোধ করে। এরপর তাঁকে মারপিট করে সঙ্গে থাকা ৫ লাখ টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।
পরে ভৈরব থানায় ওই ব্যবসায়ীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হয়। মামলায় পৌর শহরের চন্ডিবের মির্জা চত্বর থেকে অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে ছিনতাইকৃত ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে চন্ডিবের এলাকা থেকে সাদির মিয়াকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে ৩ তিন লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকা থেকে আরিয়ান মিয়াকে গ্রেপ্তার করে তাঁর হেফাজত থেকে ৪০ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৯২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাব্বির মিয়াকেও (পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক) একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার ভৈরব ছাত্রলীগের সভাপতি ছালেম রহমান মিকদাত ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের নীতি–আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে সাংস্কৃতিক সম্পাদক সাব্বির মিয়াকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, ‘সাব্বিরকে ভৈরব পৌর ছাত্রলীগ এরই মধ্যে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাঁকে বহিষ্কারের জন্য আমরা কেন্দ্রে সুপারিশ করব।’
এদিকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে গত বুধবার (২০ মার্চ) দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কিশোরগঞ্জের ভৈরব পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাব্বির মিয়া। ছিনতাইয়ের অভিযোগে গত মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। দু’দিন পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জামিনে কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় আসেন সাব্বির। তখন একাধিক ফুলের মালা দিয়ে মোটরসাইকেল শোডাউন দেওয়া হয়। মোটরসাইকেল শোডাউনে হাততালি দিয়ে ‘সাব্বির ভাই, সাব্বির ভাই’ বলে স্লোগান দিচ্ছিলেন সমর্থকেরা।
শোডাউন শেষে সংসদ নির্বাচনকালীন ভৈরব পৌর শহরের ১০ নং ওয়ার্ডের আওয়ামী লীগ অফিসে বক্তব্য দেন সাব্বির মিয়া। বক্তব্যে বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তিন দিন জেল খেটেছেন, ছয় মাস খাটলেও তাঁর প্রতি মানুষের ভালোবাসা কমবে না!
এ বিষয়ে ভৈরব পৌর এলাকার ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, যে অফিসে সাব্বির বক্তব্য দিয়েছেন সেটি ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় নয়। সংসদ নির্বাচনের সময় এটি ভাড়া নেওয়া হয়েছিল। বর্তমানে এটি বন্ধ। আর সাব্বিরকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ মার্চ সন্ধ্যায় ভৈরব পৌর শহরের রাণী বাজারের ব্যবসায়ী মোক্তার হোসেন মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। উপজেলার চন্ডিবের ব্রিজের কাছাকাছি পৌঁছালে দুটি মোটরসাইকেলে চারজন লোক দেশীয় অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর গতিরোধ করে। এরপর তাঁকে মারপিট করে সঙ্গে থাকা ৫ লাখ টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।
পরে ভৈরব থানায় ওই ব্যবসায়ীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হয়। মামলায় পৌর শহরের চন্ডিবের মির্জা চত্বর থেকে অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে ছিনতাইকৃত ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে চন্ডিবের এলাকা থেকে সাদির মিয়াকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে ৩ তিন লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকা থেকে আরিয়ান মিয়াকে গ্রেপ্তার করে তাঁর হেফাজত থেকে ৪০ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৯২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাব্বির মিয়াকেও (পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক) একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার ভৈরব ছাত্রলীগের সভাপতি ছালেম রহমান মিকদাত ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের নীতি–আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে সাংস্কৃতিক সম্পাদক সাব্বির মিয়াকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, ‘সাব্বিরকে ভৈরব পৌর ছাত্রলীগ এরই মধ্যে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাঁকে বহিষ্কারের জন্য আমরা কেন্দ্রে সুপারিশ করব।’
এদিকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে গত বুধবার (২০ মার্চ) দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৮ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫