Ajker Patrika

মেয়াদ শেষের ৪ বছর পর ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১০: ২৬
মেয়াদ শেষের ৪ বছর পর ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত  ঘোষণা

কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার চার বছর পর ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়। 

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এ বিজ্ঞপ্তির ছবি প্রকাশ করেন সভাপতি সাদ্দাম হোসেন। একই বিজ্ঞপ্তিতে নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা উত্তর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা উত্তর জেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। উক্ত কমিটিতে পদপ্রত্যাশীদের আগামী ২৪/০৩/২০২৪ তারিখ থেকে ০২/০৪/২০২৪ তারিখের মধ্যে (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা) বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।’ 

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি হিসেবে সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মনিরুল ইসলাম মনিরকে মনোনীত করা হয়। 

গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদের হলেও সেই কমিটির মেয়াদ শেষ হয়েছে আরও চার বছর আগেই। কমিটি গঠনের সময় ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তাদের নামের তালিকা কেন্দ্রে পাঠাতে নির্দেশ দেওয়া হলেও মেয়াদোত্তীর্ণ হওয়ার এক বছর পর ২০২১ সালে ১৬ জুন ২৩৮ জনকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 

মূলত ঢাকা জেলার সাভার উপজেলার সাভার থানা, আশুলিয়া থানা ও ধামরাই উপজেলাকে নিয়ে ঢাকা জেলা উত্তর কমিটি গঠিত হয়ে থাকে। 

শুক্রবার ঢাকা জেলা উত্তরের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা ও মৌলভীবাজার জেলা শাখা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত