চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে: মীর নাছির
মীর নাছির বলেন, ‘আমার দল, কর্মী নির্ভর দল। অপেক্ষা করছি ওবায়দুল কাদের কখন লুঙ্গি ফেলে পালায়। আর দু-একটা মিটিংয়ের পর তাদেরকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তারা আসলে চট্টগ্রামে অশান্তি সৃষ্টি হবে, সে জন্য অবাঞ্ছিত ঘোষণা করব...