নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) একজন উপ-সহকারী প্রকৌশলীর চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। পরদিন তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। তবে পিআরএলে থাকাকালেও তিনি দাপ্তরিক কাজ করবেন বলে অফিস আদেশ জারি হয়েছে। এই নিয়ে আরডিএর প্রকৌশল শাখার কর্মকর্তাদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।
গত ২৯ নভেম্বর আরডিএ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এক অফিস আদেশে আবুল কাশেম নামের এ কর্মকর্তাকে পিআরএলের সময়কালে প্রকৌশল শাখায় দায়িত্ব পালনের অনুমতি দেন। আদেশে বলা হয়েছে, প্রকৌশল শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সুপারিশের ভিত্তিতে আর্থিক সংশ্লেষ না রেখে শাখা প্রধানের সুপারভিশনের শর্তে ও প্রশাসনিক কাজের সুবিধার্থে এ অনুমতি দেওয়া হলো। এ নিয়ে অন্য কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
আরডিএ সূত্রে জানা গেছে, আবুল কাশেম আগে ইমরত পরিদর্শক ছিলেন। প্রকৌশল শাখার নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিকের অত্যন্ত আস্থাভাজন এ পরিদর্শক প্রথমে উপসহকারী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। প্রকৌশল শাখার বিশৃঙ্খলার কারণে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রশান্ত কুমার পাল নামের এক সহকারী প্রকৌশলী গত মার্চে চাকরিতে ইস্তফা দিয়ে চলে যান। এরপর আবুল কাশেমকে ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী-৩ করা হয়েছে। আবুল কাশেম ডিপ্লোমা প্রকৌশলী। আরডিএতে বিএসসি করা উপ-সহকারী প্রকৌশলী থাকলেও সহকারী প্রকৌশলীর দায়িত্ব না দিয়ে দেওয়া হয়েছে কাশেমকে।
অভিযোগ পাওয়া গেছে, আরডিএর প্রকৌশল শাখার নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিকের অধীনে যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সেগুলোতে রয়েছে নানা অনিয়ম।
আরডিএর নিয়োগবিধি অনুমোদন হওয়ার আগেই তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ বাগিয়ে নিয়েছেন। তারিকের একটি প্রকল্পে কাজ শেষ না হতেই কাজ সমাপ্তের প্রতিবেদন দাখিল করা হয়েছে মন্ত্রণালয়ে। ঠিকাদারকেও পরিশোধ করা হয়েছে কাজের বিল। এসব অনিয়মে তারিকের সঙ্গী ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী আবুল কাশেম। এ জন্য অবসরে যাওয়ার সময় হলেও তাকে সঙ্গেই রাখতে চাচ্ছেন নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক। তিনি দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাদ দিয়ে প্রকল্পের সঙ্গে আবুল কাশেমকেই রাখতে চাচ্ছেন। এ নিয়ে আরডিএর প্রকৌশল শাখার কর্মকর্তাদের মধ্যেই নানা কানাঘুষা শুরু হয়েছে।
পিআরএলে যাওয়ার পরে আবুল কাশেমকে রাখার সুপারিশ করার কারণ সম্পর্কে জানতে নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিকের মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি। একাধিকবার কল করা হলেও ধরেননি আবুল কাশেমও।
আরডিএ চেয়ারম্যান মো. আনওয়ার হোসেন বলেন, প্রকৌশল শাখা প্রধানের সুপারিশের ভিত্তিতেই আবুল কাশেমকে পিআরএল ছুটিকালীন শাখায় দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে। এ নিয়ে কারও কোনো আপত্তি আছে কি না, তা তিনি শোনেননি।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) একজন উপ-সহকারী প্রকৌশলীর চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। পরদিন তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। তবে পিআরএলে থাকাকালেও তিনি দাপ্তরিক কাজ করবেন বলে অফিস আদেশ জারি হয়েছে। এই নিয়ে আরডিএর প্রকৌশল শাখার কর্মকর্তাদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।
গত ২৯ নভেম্বর আরডিএ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এক অফিস আদেশে আবুল কাশেম নামের এ কর্মকর্তাকে পিআরএলের সময়কালে প্রকৌশল শাখায় দায়িত্ব পালনের অনুমতি দেন। আদেশে বলা হয়েছে, প্রকৌশল শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সুপারিশের ভিত্তিতে আর্থিক সংশ্লেষ না রেখে শাখা প্রধানের সুপারভিশনের শর্তে ও প্রশাসনিক কাজের সুবিধার্থে এ অনুমতি দেওয়া হলো। এ নিয়ে অন্য কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
আরডিএ সূত্রে জানা গেছে, আবুল কাশেম আগে ইমরত পরিদর্শক ছিলেন। প্রকৌশল শাখার নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিকের অত্যন্ত আস্থাভাজন এ পরিদর্শক প্রথমে উপসহকারী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। প্রকৌশল শাখার বিশৃঙ্খলার কারণে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রশান্ত কুমার পাল নামের এক সহকারী প্রকৌশলী গত মার্চে চাকরিতে ইস্তফা দিয়ে চলে যান। এরপর আবুল কাশেমকে ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী-৩ করা হয়েছে। আবুল কাশেম ডিপ্লোমা প্রকৌশলী। আরডিএতে বিএসসি করা উপ-সহকারী প্রকৌশলী থাকলেও সহকারী প্রকৌশলীর দায়িত্ব না দিয়ে দেওয়া হয়েছে কাশেমকে।
অভিযোগ পাওয়া গেছে, আরডিএর প্রকৌশল শাখার নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিকের অধীনে যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সেগুলোতে রয়েছে নানা অনিয়ম।
আরডিএর নিয়োগবিধি অনুমোদন হওয়ার আগেই তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ বাগিয়ে নিয়েছেন। তারিকের একটি প্রকল্পে কাজ শেষ না হতেই কাজ সমাপ্তের প্রতিবেদন দাখিল করা হয়েছে মন্ত্রণালয়ে। ঠিকাদারকেও পরিশোধ করা হয়েছে কাজের বিল। এসব অনিয়মে তারিকের সঙ্গী ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী আবুল কাশেম। এ জন্য অবসরে যাওয়ার সময় হলেও তাকে সঙ্গেই রাখতে চাচ্ছেন নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক। তিনি দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাদ দিয়ে প্রকল্পের সঙ্গে আবুল কাশেমকেই রাখতে চাচ্ছেন। এ নিয়ে আরডিএর প্রকৌশল শাখার কর্মকর্তাদের মধ্যেই নানা কানাঘুষা শুরু হয়েছে।
পিআরএলে যাওয়ার পরে আবুল কাশেমকে রাখার সুপারিশ করার কারণ সম্পর্কে জানতে নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিকের মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি। একাধিকবার কল করা হলেও ধরেননি আবুল কাশেমও।
আরডিএ চেয়ারম্যান মো. আনওয়ার হোসেন বলেন, প্রকৌশল শাখা প্রধানের সুপারিশের ভিত্তিতেই আবুল কাশেমকে পিআরএল ছুটিকালীন শাখায় দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে। এ নিয়ে কারও কোনো আপত্তি আছে কি না, তা তিনি শোনেননি।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫