Ajker Patrika

চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে: মীর নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৮: ২৬
চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে: মীর নাছির

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের সিনিয়র নেতাদের চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

আজ শুক্রবার বেলা তিনটায় নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মীর নাছির বলেন, ‘আমার দল, কর্মী নির্ভর দল। অপেক্ষা করছি ওবায়দুল কাদের কখন লুঙ্গি ফেলে পালায়। আর দু-একটা মিটিংয়ের পর তাদের চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তারা আসলে চট্টগ্রামে অশান্তি সৃষ্টি হবে, সে জন্য অবাঞ্ছিত ঘোষণা করব।’

১১ জানুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত গণ-অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রামবাসী যে বার্তা দিয়েছে, এ রকম আরেকটি বার্তা দিতে হবে। বার্তাটি হবে আগামী ১১ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠ থেকেও যাতে বেশি জনসমাগম হয়। আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান তার আগের অনুষ্ঠান থেকে বড় হয়। প্রস্তুতিও নেওয়া হচ্ছে সেভাবে।’

আমীর খসরু আরও বলেন, ‘ঢাকায় ১০ তারিখের জনসভায় যে পরিমাণ মানুষ হয়েছে। পরের ৩০ তারিখে এর চেয়ে বেশি মানুষ হয়েছে। কারণ, দুটিতেই আমি ছিলাম। একটা ছিল পাঁচ কিলোমিটারজুড়ে মানুষ। মতিঝিল থেকে মগবাজার পর্যন্ত সব মানুষ হয়েছে। গণ-অবস্থান কর্মসূচিতে আমরা দেখিয়ে দিতে চাই। চট্টগ্রাম থেকে আমরা একটি মেসেজ দিতে চাই। কর্মসূচিকে অনেকে হালকা অনুষ্ঠান হিসেবে দেখে। এবারের অবস্থান কর্মসূচি ব্যতিক্রম করতে চাই। কারণ, এটি শেখ হাসিনা পতনের কর্মসূচি। যদিও কর্মসূচিটি হবে অত্যন্ত শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ কর্মসূচি থেকে শক্ত বার্তা দিতে চাই।’

আমীর খসরু বলেন, ‘নেতাদের গ্রেপ্তার করে কোনো লাভ হবে না। কারণ, এই আন্দোলনের মালিকানা বাংলাদেশের মানুষের হাতে। তারা জনবিচ্ছিন্ন হয়ে অনেক চেষ্টা করেছে সভা করার। পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের সভা কী হয়েছে, সবাই জানে। জনগণকে নিয়ে ফ্যাসিস্ট সরকার কিছু করতে পারে না। জনগণকে প্রতিহত করতে মাস্তান দিয়ে চেষ্টা করবে। কিন্তু তারা পারবে না। পরাজিত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত