Ajker Patrika

মানিকছড়িতে যক্ষ্মার টিকা নিয়ে বাড়ি ফিরে নবজাতকের মৃত্যু

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৫: ৫১
মানিকছড়িতে যক্ষ্মার টিকা নিয়ে বাড়ি ফিরে নবজাতকের মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়িতে যক্ষ্মার টিকা নিয়ে বাড়ি ফেরার পথে ৩৭ দিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওই ইপিআই কর্মীকে মারধর করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দুটি তদন্ত কমিটি গঠন করার আশ্বাস দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

আজ বুধবার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নবজাতকের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার গাড়ীটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত ইপিআই টিকা কেন্দ্রে বুধবার বেলা ১১টার দিকে ৩৭ দিন বয়সী নবজাতক মো. আল-আমিনকে ইপিআই বিসিজির (যক্ষ্মা) টিকা দিয়ে বাড়িতে নেওয়ার কিছুক্ষণের মধ্যে মায়ের কোলে মৃত্যুবরণ করে। টিকায় নেওয়ার পরপর নবজাতকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক ইপিআই কর্মী মো. মমিন হোসেনকে মারধর করে উত্তেজিত জনতা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপসহকারী মেডিকেল কর্মকর্তা ডা. মহিউদ্দীন, ওয়ার্ড ইউপি সদস্য মো. জয়নাল আবেদীনসহ জনপ্রতিনিধিরা। তাঁরা নবজাতকের শোকাহত পরিবারকে সান্ত্বনা ও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্বাস্থ্য বিভাগ কর্তৃক তদন্ত কমিটি গঠনের বিষয়টি অবহিত করেন।

ওই নবজাতক কিছুদিন আগে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত ছিল বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান।

এ সময় নবজাতকের মা মুক্তা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার এই শিশু ছেলেকে টিকা দেওয়ার পর বাড়ি আনার সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইপিআই কর্মীর অদক্ষতা বা টিকায় কোনো ত্রুটির কারণে আমার সন্তানের মৃত্যু হয়েছে কি না, সেটা তদন্ত করে সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন খীসা আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দুটি তদন্ত কমিটি গঠন করে প্রকৃত কারণ চিহ্নিত করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত