সবচেয়ে চিকন ধান উদ্ভাবন করলেন নূর
বাজারে এখন পর্যন্ত চিকন চাল বলতে বোঝায় চিনিগুঁড়া, দাদখানি, রাঁধুনিপাগল, কালিজিরা, বাঁশফুল ও কাটারিভোগ। তবে এসবের চেয়েও চিকন চালের ধান উদ্ভাবন করেছেন রাজশাহীর স্বশিক্ষিত ধান গবেষক নূর মোহাম্মদ। অন্য ধানের চেয়ে এর ফলনও ভালো। আমন ও বোরো–দুই মৌসুমেই চাষ করা যাবে এই ধান।