Ajker Patrika

খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল জব্দ

ভূঞাপুর প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২২, ১৫: ১৬
খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল জব্দ

ভূঞাপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ১০০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টার দিকে উপজেলার ধুবলিয়া এলাকা থেকে কালিহাতীর নারান্দিয়া যাওয়ার পথে ভূঞাপুর-তারাকান্দি সড়কের বাহাদিপুর এলাকা থেকে জব্দ করা হয় চালভর্তি ট্রাকটি।

ট্রাকটি জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম। এ সময় ভূঞাপুর থানা-পুলিশ উপস্থিত ছিল।

জানা গেছে, উপজেলা কুঠিবয়ড়া এলাকার বাবু নামের এক চালের মহাজন ও তাঁর সহযোগী মোস্তফা দীর্ঘদিন ধরে সরকারি কর্মসূচির চাল বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। সকালে ধুবলিয়া এলাকার একটি গুদাম থেকে ১০০ বস্তা সরকারি চাল বিক্রির জন্য ট্রাকভর্তি করে কালিহাতী উপজেলায় যাচ্ছিল। পথে ট্রাকটি জব্দ করে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর-তারাকান্দি মহাসড়কের বাহাদিপুর এলাকা থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চালসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।

জব্দ করা চালের বস্তাসহ ট্রাক ও চালক থানা-পুলিশ হেফাজতে রয়েছে। গাড়ির চালক জব্দ করা চালের চালান বা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত