Ajker Patrika

রোজায় চালের দাম বাড়বে না: খাদ্যসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৯
রোজায় চালের দাম বাড়বে না: খাদ্যসচিব

আসন্ন রমজান মাসে চালের দাম না বাড়ার নিশ্চয়তা দিয়েছেন খাদ্যসচিব মোছাম্মৎ নাজমানারা খানুম। প্রয়োজনে জনস্বার্থে সরকার সরু চাল আমদানি করবে বলেও জানিয়েছেন তিনি। সচিবালয়ে আজ বুধবার নিজের দপ্তরে খাদ্যসচিব এ কথা জানান। 

এক প্রশ্নের জবাবে নাজমানারা খানুম বলেন, ‘আমাদের অনেক রাইস মিল হয়ে গেছে। আমাদের উৎপাদনও বেশি। এখন একজন দরিদ্র ভোক্তার ঘরেও পাঁচ কেজি চাল থাকে। এ ছাড়া কৃষকসহ মিলমালিকদের কাছেও ধান-চাল রয়েছে। আমাদের গুদামেও পর্যাপ্ত মজুত রয়েছে। চাহিদার চেয়ে বেশি উৎপাদন হয়েছে। এগুলো যদি কৃষকের ঘরে ও মিলমালিকদের কাছে থাকে, তাহলে বাজারে কোথা থেকে আসবে? এ জন্য ধানের দাম বেশি। ধানের দাম বেশি বিধায় চালের দামও বেশি।’ 

খাদ্যসচিব বলেন, ‘রমজান উপলক্ষে আমি নিশ্চয়তা দিতে পারি যে চালের দাম বাড়বে না। কারণ খাদ্যবান্ধব কর্মসূচি মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে। ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে। তাহলে আর ওই সময় চালের দাম বাড়বে না।’ 

নাজমানারা বলেন, ‘এর পরও যদি আমরা মূল্যবৃদ্ধির অবস্থা দেখি, তাহলে ওএমএস আরও বাড়িয়ে দেব। খাদ্যের বিষয়ে সরকারের কার্পণ্য নেই। খোলাবাজারে বিক্রিটা আরও বাড়িয়ে দেব। আমরা কৃষকদের ন্যায্যমূল্য দিতে চাই। আমরা খুশি, কৃষক ভালো দাম পাচ্ছেন। যদি প্রয়োজন হয়, জনস্বার্থে বা ভোক্তাদের স্বার্থে সরকার সরু চাল আমদানি করবে।’ 

বর্তমানে ২০ লাখ টনের বেশি খাদ্য মজুত রয়েছে জানিয়ে খাদ্যসচিব বলেন, ‘মিলাররা আমাদের কাছে চাল বিক্রি করতে চাইছে। তার মানে মোটা চালের দাম আর বাড়বে না। নতুন ধান এলে তো দাম কমে যাবে। আর সরু চাল শুধু বোরো মৌসুমে আবাদ হয়। আগামী এপ্রিলের মাঝামাঝি বোরো চাল বাজারে চলে আসবে। ফলে চালের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই।’ 

ত্রাণ মন্ত্রণালয় থেকে এবার ১ কোটি পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হবে জানিয়ে খাদ্যসচিব আরও বলেন, ‘সরকার চাইছে নিম্ন আয়ের মানুষ বা দরিদ্রদের কোনোভাবে যাতে সমস্যা না হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত