শিক্ষকের এমন নিষ্ঠুর বয়ানে আমরা হতবাক: চুয়েটের সাবেক শিক্ষার্থীদের বিবৃতি
শিক্ষককে মুঠোফোনে ক্লাস বর্জনের বিষয়টি অবগত করলে তিনি (ড. সুমন দে) বলেন, ‘সিভিলের পোলা মরসে, তোমরা কেন ক্লাস করবা না? নিজের সন্তানতুল্য ছাত্রদের মৃত্যুতে একজন শিক্ষকের এমন নিষ্ঠুর বয়ানে আমরা (চুয়েটের সাবেক শিক্ষার্থী) হতবাক।