Ajker Patrika

চুয়েটের উপাচার্য ভবনে তালা দিল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চুয়েটের উপাচার্য ভবনে তালা দিল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

বাস চাপায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে এবার বিশ্ববিদ্যায়ের উপাচার্য ভবনে তালা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আজ বুধবার সন্ধ্যা ৭টায় দশ দফা দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পরে সেখানে কাঠের স্তূপে আগুন দিয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে উপাচার্য ভবনে তালা লাগিয়ে দেয় তারা।

এতে অবরুদ্ধ হয়ে পড়েন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলমসহ বেশ কয়েকজন শিক্ষক। এ প্রসঙ্গে চুয়েট পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শেখ জাবেদ মিয়া বলেন, ‘চুয়েটের উপাচার্যের ভবনে তালা লাগিয়ে দেওয়ার সংবাদ পেয়েছি। আমরা সেখানে যাইনি। তবে উপাচার্যের অনুরোধে ৩০ মিনিট পর শিক্ষার্থীরা তালা খুলে দেন।’

এর আগে সড়ক দুর্ঘটনায় চুয়েট শিক্ষার্থী হতাহতের ঘটনা এবং আন্দোলন নিয়ে নেতিবাচক মন্তব্য করার অভিযোগে সহযোগী অধ্যাপক ড. সুমন দের কুশপুতুল পুড়িয়েছে শিক্ষার্থীরা। তাঁকে অপসারণের দাবি জানিয়ে আসছে তারা। সর্বশেষ ওই সহযোগী অধ্যাপককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চুয়েট প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত