Ajker Patrika

শিশু ধর্ষণের ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শিশু ধর্ষণের ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে নৌকায় বেড়ানোর কথা বলে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার নগরের চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি এলাকা থেকে মো. আবছার (৫৬) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবছার চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকার মঞ্জু মিয়ার ছেলে। 

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি বলেন, ‘গ্রেপ্তারের পর আসামি স্বীকারোক্তি দিয়েছে যে, তিনি গ্রেপ্তার এড়াতে ২২ বছর চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন।’ 

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, ‘ভুক্তভোগী শিশুটি নগরের চান্দগাঁও এলাকার কাশেম কলোনিতে পরিবারের সঙ্গে থাকত। ২০০২ সালে ৭ সেপ্টেম্বর ওই শিশুসহ তাঁর সহপাঠীরা বাসার সামনে খেলাধুলা করছিল। ওই বাসার পাশে একটি খাল ছিল। ওই খাল দিয়ে আসামি আবছার নৌকা দিয়ে আসে। এ সময় সবাইকে বেড়ানোর লোভ দেখিয়ে নৌকায় তোলে। পরে কৌশলে ভুক্তভোগী শিশুটিকে ছাড়া বাকিদের নদীর একটি পাড়ে রেখে তাঁকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি কান্নাকাটি করলে তাঁকে জবাই করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে শিশুটি বাসায় ফিরলে পরিবার বিষয়টি জানতে পারে।’ 

এ ঘটনায় তখন চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয় বলে জানান তিনি। 

নুরুল আবছার আরও বলেন, ‘মামলার পর আসামি আত্মগোপনে চলে গিয়েছিল। ওই মামলায় পরে বিজ্ঞ আদালত আসামি আবছারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত