নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে নৌকায় বেড়ানোর কথা বলে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার নগরের চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি এলাকা থেকে মো. আবছার (৫৬) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবছার চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকার মঞ্জু মিয়ার ছেলে।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি বলেন, ‘গ্রেপ্তারের পর আসামি স্বীকারোক্তি দিয়েছে যে, তিনি গ্রেপ্তার এড়াতে ২২ বছর চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন।’
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, ‘ভুক্তভোগী শিশুটি নগরের চান্দগাঁও এলাকার কাশেম কলোনিতে পরিবারের সঙ্গে থাকত। ২০০২ সালে ৭ সেপ্টেম্বর ওই শিশুসহ তাঁর সহপাঠীরা বাসার সামনে খেলাধুলা করছিল। ওই বাসার পাশে একটি খাল ছিল। ওই খাল দিয়ে আসামি আবছার নৌকা দিয়ে আসে। এ সময় সবাইকে বেড়ানোর লোভ দেখিয়ে নৌকায় তোলে। পরে কৌশলে ভুক্তভোগী শিশুটিকে ছাড়া বাকিদের নদীর একটি পাড়ে রেখে তাঁকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি কান্নাকাটি করলে তাঁকে জবাই করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে শিশুটি বাসায় ফিরলে পরিবার বিষয়টি জানতে পারে।’
এ ঘটনায় তখন চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয় বলে জানান তিনি।
নুরুল আবছার আরও বলেন, ‘মামলার পর আসামি আত্মগোপনে চলে গিয়েছিল। ওই মামলায় পরে বিজ্ঞ আদালত আসামি আবছারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেন।’
চট্টগ্রামে নৌকায় বেড়ানোর কথা বলে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার নগরের চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি এলাকা থেকে মো. আবছার (৫৬) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবছার চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকার মঞ্জু মিয়ার ছেলে।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি বলেন, ‘গ্রেপ্তারের পর আসামি স্বীকারোক্তি দিয়েছে যে, তিনি গ্রেপ্তার এড়াতে ২২ বছর চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন।’
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, ‘ভুক্তভোগী শিশুটি নগরের চান্দগাঁও এলাকার কাশেম কলোনিতে পরিবারের সঙ্গে থাকত। ২০০২ সালে ৭ সেপ্টেম্বর ওই শিশুসহ তাঁর সহপাঠীরা বাসার সামনে খেলাধুলা করছিল। ওই বাসার পাশে একটি খাল ছিল। ওই খাল দিয়ে আসামি আবছার নৌকা দিয়ে আসে। এ সময় সবাইকে বেড়ানোর লোভ দেখিয়ে নৌকায় তোলে। পরে কৌশলে ভুক্তভোগী শিশুটিকে ছাড়া বাকিদের নদীর একটি পাড়ে রেখে তাঁকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি কান্নাকাটি করলে তাঁকে জবাই করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে শিশুটি বাসায় ফিরলে পরিবার বিষয়টি জানতে পারে।’
এ ঘটনায় তখন চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয় বলে জানান তিনি।
নুরুল আবছার আরও বলেন, ‘মামলার পর আসামি আত্মগোপনে চলে গিয়েছিল। ওই মামলায় পরে বিজ্ঞ আদালত আসামি আবছারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেন।’
হবিগঞ্জের নবীগঞ্জে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল বিবিয়ানা গ্যাস ফিল্ড কর্মকর্তা তানভীর আহমেদের (৩০) মরদেহ। শনিবার (১৬ আগস্ট) সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
৪ মিনিট আগেশেরপুরে কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিস্ত্রি ও তাঁর নাতি হোসাইন (১১)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রৌহা...
৬ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১৩ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
১০ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদী থেকে আবির ইসলাম নামে (১০) এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে রাবেয়া মোড়ের কাছে নদীর ব্রিজের দক্ষিণ দিক থেকে লাশটি উদ্ধার করেন সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
১১ মিনিট আগে