বৃষ্টি ও জোয়ারের পানিতে ভাসছে চট্টগ্রাম নগরী
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিতে নগরীতে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির সঙ্গে জোয়ারের পানিতে বন্দর নগরীর নিম্নাঞ্চলসহ অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। মূল সড়ক, স্কুল–কলেজ, শিল্প কারখানা ও অলিগলি কোমর পানিতে ডুবে আছে। বাসাবাড়িতেও পানি ঢুকে ব্যাপক ভোগান্তি হয়েছে নগরবাসীর।