Ajker Patrika

চট্টগ্রামে খাল থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৮ মে ২০২৪, ১৭: ৫৮
চট্টগ্রামে খাল থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে 

চট্টগ্রাম নগরের কোতোয়ালিতে টানা বৃষ্টির মধ্যে খালে পাওয়া লাশের পরিচয় মিলেছে। ফেসবুকে পোস্ট দেখে তাঁর পরিবারের সদস্যরা পরিচয় নিশ্চিত করেছেন। 

ওই যুবক নগরের হালিশহর এলাকার বাসিন্দা কাজী মোহাম্মদ ইকবালের ছেলে আজিজুল হাকিম ইমন (২২)। ইমন নগরের ইসলামিয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গতকাল সোমবার বিকেলে নগরের কোতোয়ালি থানাধীন আছাদগঞ্জে শুঁটকিপট্টি এলাকায় চাক্তাই খাল থেকে ইমনের মরদেহ উদ্ধার করা হয়। যে জায়গা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়, সেখান থেকে বাসার দূরত্ব সড়কপথে সাড়ে পাঁচ কিলোমিটার। 

পুলিশ জানিয়েছে, ওই যুবকের মরদেহের পরিচয় গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় মিলেছে। ফেসবুকে পোস্ট দেখে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় নিশ্চিত করেন। নগরের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের এয়াকুব আলী উচ্চবিদ্যালয় ও কলেজ এলাকায় তিনি পরিবারের সঙ্গে থাকতেন। 

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহের সুরতহাল রিপোর্টে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর ওই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে। 

ইমনের বাবা কাজী মোহাম্মদ ইকবাল জানিয়েছেন তাঁর ছেলে মানসিকভাবে অসুস্থ ছিলেন। নিহতের ছোট ভাই রেজাউল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে ভাইয়ের ছবি দেখে এলাকার লোকজন আমাদের খবর দেন। আমি নিজেও পরে ফেসবুকে দেখি। এরপর হাসপাতালের মর্গে এসে লাশ শনাক্ত করেছি। কীভাবে কী হলো কিছুই বুঝতেছি না।’

গতকাল জোহর নামাজ পড়তে বাসা থেকে বের হন আজিজুল হাকিম ইমন। এরপর তিনি আর ফেরেননি। বাসায় না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু পায়নি। বাসা থেকে এত দূরে কীভাবে গেল তাঁরা বিষয়টি জানেন না। 

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার বিকেলে চাক্তাই খালে প্রচণ্ড স্রোত ছিল। এ সময় এক যুবককে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ওই যুবক কীভাবে পড়ল তা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি।’ 

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বাবুল পাল জানান, বিকেল পৌনে ৪টার দিকে সিসিটিভি ফুটেজে ওই যুবককে আসাদগঞ্জ থেকে চামড়া গুদামের দিকে যেতে দেখা গেছে। এর কয়েক মিনিটের মধ্যে স্থানীয় লোকজনের মধ্যে হইচই পড়ে যায়। কয়েকজনকে খালে লাফিয়ে পড়তে দেখা যায়। তখনই ওই যুবক খালে পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত