Ajker Patrika

নারীর ফাঁদে ফেলে প্রবাসীর টাকা-মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নারীর ফাঁদে ফেলে প্রবাসীর টাকা-মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নারীর ফাঁদে ফেলে প্রবাসীকে অপহরণের পর তাঁর কাছ থেকে মোবাইল, টাকা ও বিদেশি মুদ্রা ছিনিয়ে নেওয়ার ঘটনায় চক্রটির এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৬ মে) রাতে বায়েজিদ থানাধীন শান্তিনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবক হলেন—নেত্রকোনার আটপাড়া থানার ইসমাইলের ছেলে মো. ইমরান (২৪)। চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় থাকেন তিনি। 

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা আজকের পত্রিকাকে জানান, প্রবাসে থাকাকালে ফেসবুকে এক নারীর সঙ্গে ভুক্তভোগী ব্যক্তির পরিচয় হয়। এ সময় তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। গত ১৫ মে তিনি দেশে ফেরার খবর পেয়ে তাঁকে কিছু কসমেটিকস সামগ্রী আনতে বলে ওই নারী। দেশে ফেরার পর গত ২৪ মে তাঁদের মধ্যে দেখা হয়। তখন ঘুরতে যাওয়ার কথা বলে সেই নারী প্রবাসীকে বায়েজিদে জিএম বাংলো পাহাড়ে নিয়ে যায়। 

সেখানে আগে থেকে ওত পেতে ছিল ৭-৮ জন যুবক। এই চক্রটির সঙ্গে ওই নারীর আগে থেকেই যোগসাজস ছিল। পরে প্রবাসীকে আটকে রেখে তাঁর কাছ থেকে আইফোন, ঘড়ি, দশ হাজার বিদেশি মুদ্রা ও নগদ টাকা ছিনিয়ে নেয় চক্রটি। 

তাঁরা বিকাশের মাধ্যমে আরও ৩২ হাজার টাকা তাঁর জোরপূর্বক নিয়ে নেয়। এই ঘটনায় থানা-পুলিশ অভিযোগ পেয়ে একজন আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে প্রবাসীর ছিনিয়ে নেওয়া আইফোন ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত