চাকরির প্রলোভনে ‘আয়নাবাজিতে’ অজির, এখন টানছেন মামলার ঘানি
চট্টগ্রামের জোরারগঞ্জ থানার প্রতারণার মামলায় প্রকৃত আসামির বদলে অজির উদ্দিন নামে ভিন্ন ব্যক্তিকে কারাগারে পাঠানোর ঘটনা ঘটেছে। কারাগারে যাওয়া ওই ব্যক্তির দাবি, তাঁকে পরিচিত এক ব্যক্তি চাকরির প্রলোভন দেখিয়ে আদালতে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল।