রাউজানে দেবী দুর্গাকে বরণে প্রস্তুত ২৩৬ মণ্ডপ
দুয়ারে কড়া নাড়ছে দেবী দুর্গার আগমনী বার্তা। সারা দেশের মতো রাউজানেও পূর্ণোদ্যমে চলছে পূজার প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ শেষের দিকে। প্রতিমাকে রংতুলিতে সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। এ ব্যস্ততা শুধু প্রতিমা তৈরির নয়, অমল-সুজন-সুশান্তদের এ ব্যস্ততা করোনার ক্ষত সারানোরও।