Ajker Patrika

দুই কাউন্সিলর প্রার্থীর পক্ষে সংঘর্ষ, আহত ১১

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৮: ৫৫
দুই কাউন্সিলর প্রার্থীর পক্ষে সংঘর্ষ, আহত ১১

কক্সবাজারের চকরিয়া পৌরসভায় এক কাউন্সিলর ও তাঁর সঙ্গে নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীর সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত দুপক্ষের মধ্যে গুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১১ জন আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ও পরাজিত প্রার্থী রেজাউল করিম সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। রেজাউল করিম পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর এবং সাইফুল ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা।

আহতরা হলেন রুবেল, সাজ্জাদ হোছাইন, ছাবের, রানা, সাইফুল ইসলাম, বাবু, রাজিব, শাহেদ, মাহিন, ফয়সাল, মিরাজ ও সাইফুল। আহতদের মধ্যে চারজন ছররা গুলিবিদ্ধ হয়েছেন।

আহত ব্যক্তিদের মধ্যে ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোছাইন ও সাইফুল ইসলাম রয়েছেন। তাঁদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাজ্জাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ও সাইফুলকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। সাইফুল ও সাজ্জাদ কাউন্সিলর সাইফুল ইসলামের সমর্থক। আহত সাইফুল ও সাজ্জাদের পরিবারের সদস্যরা এই ঘটনার জন্য রেজাউল করিমের সমর্থকদের দায়ী করেছেন।

সাবেক কাউন্সিলর রেজাউল করিম বলেন, ‘সাজ্জাদ নির্বাচনের পর থেকে আমার কর্মী-সমর্থকদের মারধর ও হুমকি দিয়ে আসছেন। বুধবার রাতেও হুমকি দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও পরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ছররা গুলিবিদ্ধসহ আমার পক্ষের ৯ জন আহত হয়।’ হামলায় কাউন্সিলর সাইফুল নেতৃত্ব দেয় বলে তিনি দাবি করেন।

কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, সাইফুল ইসলামের চাচা শামসুল আলম বাদী হয়ে সাবেক কাউন্সিলর রেজাউল করিমসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১২-১৩ জনকে অভিযুক্ত করে থানায় একটি এজাহার জমা দিয়েছেন।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। শামসুল আলম নামের এক ব্যক্তি থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন।

গত ২০ সেপ্টেম্বর এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম বিজয়ী কমিশনার নির্বাচিত হন। তবে হেরে যান সদ্য সাবেক কমিশনার রেজাউল করিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত