Ajker Patrika

দুর্গাপূজা উদ্‌যাপনে ব্যাপক প্রস্তুতি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৯: ২০
দুর্গাপূজা উদ্‌যাপনে ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামের বাঁশখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বাঁশখালীর বেশির ভাগ পূজামণ্ডপে প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দেখা যায়, কারিগরেরা প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন। এখন রং ও অলংকরণের কাজ করছেন। পাশাপাশি চলছে ডেকোরেশন, লাইটিং ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।

খোঁজ নিয়ে জানা যায়, বাঁশখালীতে এবার ৮৪টি সর্বজনীন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। আগামী ১১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যে মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা উদ্‌যাপনে উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদ ও প্রশাসনিকভাবে প্রয়োজনীয়তা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর আজকের পত্রিকাকে বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাঁশখালী থানা-পুলিশের সদস্যরা প্রস্তুত রয়েছে।

বাঁশখালী উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের নবগঠিত কমিটির আহ্বায়ক ঝুন্টু কুমার দাশ বলেন, বাঁশখালীর ৮৪টি সর্বজনীন পূজামণ্ডপে এবার দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। প্রতিটি পূজামণ্ডপে তিন থেকে দশ লাখ টাকা বাজেট ধরা হয়েছে।

ঝুন্টু কুমার দাশ আরও বলেন, পূজা উপলক্ষে পূজা উদ্‌যাপন পরিষদের পক্ষ থেকে একটি ম্যাগাজিন প্রকাশ ও বিজয় দশমী পুনর্মিলনী করার পরিকল্পনা রয়েছে তাঁদের। তাঁরা ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করেছি।’ তিনি বলেন, ‘আশা করি আমরা বাঁশখালীতে সুন্দরভাবেই পূজা উদ্‌যাপন করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

ভোলায় শ্রমিক দল নেতাকে হত্যার চেষ্টা, ছাত্রদল-যুবদলের ৫ জনের নামে মামলা

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত