Ajker Patrika

কাঁটাতারের বেড়ায় ঝুঁকি বেড়েছে প্রধান সড়কে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১২: ০৫
কাঁটাতারের বেড়ায় ঝুঁকি বেড়েছে প্রধান সড়কে

রোহিঙ্গা শিবিরে স্থাপিত কাঁটাতারের বেড়ার কারণে কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের ফুটপাত দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পথচারীদের পাশাপাশি যানবাহনগুলোও প্রায়ই দুর্ঘটনায় পড়ছে।

জানা গেছে, জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার শিবিরগুলোতে নতুন ও পুরোনো মিলিয়ে বাস করেন প্রায় ১১ লাখ রোহিঙ্গা। তাঁদের চলাচল নিয়ন্ত্রণে আনতে চলতি বছরের শুরুর দিকে শিবিরগুলোর চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া হয়।

উখিয়া ও টেকনাফ উপজেলার প্রায় ১০ কিলোমিটার প্রধান সড়ক অংশে কাঁটাতারের বেড়া দেওয়ায় পুরো ফুটপাত দখল হয়ে গেছে। সড়ক দিয়ে যানবাহন চলাচল করলে পথচারীরা হাঁটার জায়গাও পান না। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

গতকাল শুক্রবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় দেখা যায়, কাঁটাতারের বেড়ার পাশ ঘেঁষে চলে যাচ্ছে যানবাহনগুলো। এ সময় ফুটপাত ব্যবহারকারীদের খুব সাবধানে সড়কের পাশ দিয়ে চলাচল করতে দেখা যায়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উখিয়া উপজেলার কার্যসহকারী আবদুল জলিল বলেন, ‘ফুটপাতে ভয়ংকরভাবে কাঁটাতার ও শেকল দেওয়া ঠিক হয়নি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত