৮ বছরেও শুরু হয়নি স্টেডিয়াম নির্মাণকাজ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আট বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি চট্টগ্রামের ফটিকছড়ির স্টেডিয়াম নির্মাণ প্রকল্প। যেখানে স্টেডিয়াম হওয়ার কথা ছিল সেখানে এখন নির্মাণসামগ্রী রাখছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেও এখনো শুরু করা হয়নি স্টেডিয়াম নির্মাণের কাজ।