Ajker Patrika

বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে প্রাণ গেল যুবকের

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৫: ৫৬
বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে প্রাণ গেল যুবকের

বাস ওভারটেক করতে গিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের জুবলি স্কুল সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ আবদুর রহিম (৩৮) উপজেলার নাজিরহাট পৌর এলাকার চরগাঁও পাড়ার মো. নুরুল আলমের ছেলে। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কাজ করতেন। ৮ দিন আগে দেশে ফেরেন রহিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে সড়ক দিয়ে উপজেলা সদর থেকে নাজিরহাট এলাকার বাড়ির দিকে যাচ্ছিলেন রহিম। পথিমধ্যে সড়কের জুবলি স্কুল সংলগ্ন এলাকায় খাগড়াছড়িগামী একটি বাসকে ওভারটেক করার সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় সড়কের পাশ থেকে তাঁকে উদ্ধার করে এলাকাবাসী। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, লাশ উদ্ধারের পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত