‘স্বপ্ন ছিল ছেলে এক দিন বড় মানুষ হবে’
‘সন্তানকে মানুষ করতে সামান্য মুদি দোকানি হয়ে শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকতাম। স্বপ্ন ছিল ছেলে এক দিন বড় মানুষ হবে। দশের কল্যাণে আসবে। একজন গর্বিত পিতা হয়ে সমাজে মুখ উজ্জ্বল হবে। কিন্তু সব স্বপ্ন হত্যা করে সারা জীবনের কান্নায় পরিণত করে দিল একটি দুর্ঘটনা।’