Ajker Patrika

হাটহাজারীর ইউএনওর মোবাইল নম্বর ক্লোন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১২: ৫৫
হাটহাজারীর ইউএনওর মোবাইল নম্বর ক্লোন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহিদুল আলমের সরকারি মোবাইল নম্বরটি দুষ্কৃতকারীরা ক্লোন করেছে।

গতকাল রোববার বেলা ১১টার দিকে ইউএনও মোহাম্মদ শাহিদুল আলম উপজেলা প্রশাসন হাটহাজারী নামের একটি ফেসবুক আইডি থেকে এ তথ্য জানান।

এতে বলা হয়েছে, ‘ইউএনও হাটহাজারীর সরকারি মোবাইল নম্বরটি ক্লোন হয়েছে। এই নম্বর থেকে কোনো প্রকার আর্থিক, অযৌক্তিক ও বেআইনি যোগাযোগের বিষয়ে এ অফিসকে জানানোর অনুরোধ করা হয়েছে।’

ঘটনার সত্যতা জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, গতকাল সকাল ৮টার দিকে তাঁর সরকারি দাপ্তরিক নম্বরটি ক্লোন হয়েছে। তিনি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।’ এ ছাড়া বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য ইউএনও আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত