Ajker Patrika

বোয়ালখালীতে সাপের উপদ্রব, বাড়ছে আতঙ্ক

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১২: ৫৭
বোয়ালখালীতে সাপের উপদ্রব, বাড়ছে আতঙ্ক

শীত শুরু হলেই সাপ ও পোকামাকড় গর্তে থাকতে পছন্দ করে। তবে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে বাড়ছে সাপের উপদ্রব।

স্থানীয় বাসিন্দাদের দাবি, খোলা মাঠে, ধানখেতে ও রাস্তার ধারে গুটিসুটি মেরে থাকছে সাপ আর সাপ। তারা আতঙ্কের মধ্যে রয়েছে। তবে সাপের উপদ্রব বাড়লেও তাদের মারার পথে হাঁটছে না তারা।

বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলী গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য সুরেশ চৌধুরী বলেন, গত দুই মাসে গ্রামের বেশ কয়েকজনকে সাপে দংশন করেছে। এতে গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।

সুরেশ চৌধুরী বলেন, ‘লাগোয়া রায়খালী খাল খননের কাজ শুরুর পর থেকে গ্রামে সাপের উপদ্রব বেড়েছে। ধারণা করা হচ্ছে, খালপাড়ের ঝাড়-জঙ্গল পরিষ্কার করায় সাপের বাসস্থান নষ্ট হয়েছে। এতে সাপ গ্রাম ও রাস্তায় থাকছে।’

দক্ষিণ সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চক্রবর্তী বলেন, মাসখানেক আগে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সূর্য্যয় শীলকে সাপে দংশন করে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৫ দিন সেখানে চিকিৎসা করাতে হয়েছে বলে জানিয়েছেন সূর্য্যয়ের বাবা সুজন শীল।

এর আগে সুজন শীলের প্রতিবেশী গণেশ শীলের স্ত্রী শুক্লা শীলকেও সাপে দংশন করেছিল।

দক্ষিণ সারোয়াতলী গ্রামের বাসিন্দা মৃদুল বিশ্বাস বলেন, ‘২৭ নভেম্বর আমার বোন মীরা আইচকে বিষধর সাপ দংশন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। চমেক হাসপাতালে তাঁকে তিন দিন ভর্তি রাখতে হয়েছিল।’

মৃদুল বিশ্বাস আরও বলেন, একই গ্রামের বাসিন্দা সুভাষ পালকেও সাপে দংশন করেছিল। তাঁকেও চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রাণিবিদরা বলছেন, সাপের ক্ষতি না করলে তারা মানুষের ক্ষতি করে না। এখন চাষিরা খেত থেকে আমন ধান তুলছেন। এই খেত-খামারই সাপের বাসস্থানের জন্য সবচেয়ে প্রিয় জায়গা। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজ নিতে গতকাল রোববার একটি দল সারোয়াতলী গ্রামে পাঠানো হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

ইউএনও জানান, আজ সোমবার করলডেঙ্গা ইউনিয়নে হাতি ও সাপ নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত