Ajker Patrika

প্যারাবন ধ্বংসের অভিযোগে মামলা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৬: ০৩
প্যারাবন ধ্বংসের অভিযোগে মামলা

কক্সবাজারের বাঁকখালী নদী তীরের প্যারাবন কেটে স্থাপনা নির্মাণের অভিযোগে মামলা করা হয়েছে। গত শুক্রবার রাতে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সদর মডেল থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম।

পুলিশ জানায়, ৭ জনের নাম উল্লেখসহ মামলায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, বাঁকখালী নদীর তীরে প্রাকৃতিকভাবে সৃষ্ট ও পরিবেশ অধিদপ্তরের ‘কোস্টাল অ্যান্ড ওয়েটল্যান্ড বায়োডাইভারসিটি প্রকল্প’ কর্তৃক সৃষ্ট কয়েকশ একর প্যারাবনের প্রায় ১৫ হাজার গাছ কেটে প্রাকৃতিক জলাশয় ভরাট করা হয়েছে। সেখানে ঘর নির্মাণ করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, মহেশখালীর রুকন উদ্দিন (৪০), কক্সবাজার সদর ঝিলংজা হাজীপাড়ার আমীর আলী (৪৫), বদরমোকাম কস্তুরাঘাট এলাকার মো. কামাল ওরফে কামাল মাঝি (৪৮), শহরের দক্ষিণ রুমালিয়ারছড়াস্থ এবিসি ঘোনা এলাকার মো. ইসলাম (৫২), আলিরজাহান সাহিত্যিকা পল্লি এলাকার আব্দুল মালেক ইমন (৪৩), মহেশখালীর মো. ইফসুফ (৪২) ও কস্তুরাঘাটস্থ বদরমোকাম এলাকার মো. ইব্রাহীম (৩০)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত