Ajker Patrika

কনেপক্ষের সঙ্গে সংঘর্ষে বরের চাচা নিহত

উখিয়া (প্রতিনিধি) কক্সবাজার
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১২: ৩৫
কনেপক্ষের সঙ্গে সংঘর্ষে বরের চাচা নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিয়েকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন বরের চাচা। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে উভয় পক্ষের ৮ জন।

গত শনিবার রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কনের চাচাতো ভাইসহ দুজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গতকাল রোববার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন–৮–এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান। তিনি বলেন, বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্প-৯ এর ব্লক সি/ ১৯ এ অবস্থিত শেডের সামনে কনে খালেদা বিবির (১৬) পরিবারের সদস্যদের সঙ্গে বর মো. ইদ্রিসের পরিবারের সংঘর্ষ হয়। এতে আহত বরের চাচা মোহাম্মদ বেলালকে (৪০) এপিবিএনের সদস্যরা উদ্ধার করে তার্কিশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, গত ৪ বছর ধরে বর মো. ইদ্রিসের সঙ্গে কনে খালেদা বিবির প্রেমের সম্পর্ক ছিল। ৪ দিন আগে খালেদা ইদ্রিসের বাসায় চলে গেলে বরের পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। তবে এই বিয়ে মেনে নেয়নি কনে পক্ষ।

গত শনিবার বরের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করলে কনে পক্ষ ক্ষিপ্ত হয়ে বর পক্ষের ওপর অতর্কিত হামলা চালায়।

এতে আহত হয়েছে বরের বাবা মো. ইউনুস (৪৫), বরের চাচা মো. আইয়ুব (৩৫), প্রতিবেশী শিশু মো. উমর (৯), মো. আইয়ুব (২৭), সিরাজুল ইসলাম (৩৫), কনের বাবা আব্দুর রহমান (৫২), মামা হারেসুর রহমান (২০) এবং আনোয়ার সাদেক (২১)।

আহতদের মধ্যে মো. ইউনুছ, মো. উমর, মো. আইয়ুব ও মো. আব্দুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত বরের চাচা বেলালের মরদেহ ময়নাতদন্তের জন্য উখিয়া থানার মাধ্যমে কক্সবাজারের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত