ঘূর্ণিঝড় মিধিলি: ১১ জেলায় ৭৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট
ঝোড়ো বাতাস আর বৃষ্টি ঝরিয়ে গত শুক্রবার দেশের উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানে ঘূর্ণিঝড় মিধিলি। তবে এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে ফসলের খেতে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা গেছে, মিধিলির আঘাতে ১১ জেলায় প্রায় ৭৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।