বিজিবির সিপাহি রইশুদ্দীনকে গরু চোরাকারবারি বলছে বিএসএফ
বাংলাদেশ-ভারত সীমান্তে গত সোমবার ভোরে বেনাপোলের ধান্যখোলায় বিজিবির সিপাহি রইশুদ্দীনকে গুলি করে হত্যা করে বিএসএফ। একদল গরু চোরাকারবারিকে প্রতিহত করতে গিয়ে এ ঘটনা ঘটে। তবে বিএসএফ দাবি করছে, বিজিবির সেই সিপাহি ইউনিফর্মে ছিলেন না। তিনি গরু পাচারকারীর ছদ্মবেশে ছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবে