বেনাপোল (যশোর) প্রতিনিধি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোহাম্মদ রইশুদ্দীনের লাশ দুই দিন পর ফেরত দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে শার্শার শিকারপুর সীমান্তের মুক্তিযোদ্ধা খামারপাড়া ও গাঙ্গুলিয়া সীমান্তের ২৮ নম্বর মেইন পিলার দিয়ে তাঁর লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
তাঁর লাশ যশোর সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হবে বলে বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সিইও জামিল আহম্মেদ জানিয়েছেন।
বিজিবি সৈনিকের লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবির সিইও জামিল আহম্মেদ, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্তসহ ভারতীয় বিএসএফের ১০৭ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এর আগে গত সোমবার ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবির সৈনিক রইশুদ্দীনেক গুলি করে হত্যা করে বিএসএফ। পরে তাঁর লাশ ভারত সীমান্তের ভেতরে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে বিজিবি হত্যার প্রতিবাদ করে এবং লাশ ফেরত পাঠানোর দাবি জানায়। পরে আজ তাঁর লাশ ফেরত দিল বিএসএফ।
এদিকে লাশ হস্তান্তরের সময় দুই দেশের কোনো গণমাধ্যমকর্মীর উপস্থিত থাকার সুযোগ হয়নি। এ ক্ষেত্রে অনেকটা গোপনীয়তা অবলম্বন করা হয়, যে কারণে গণমাধ্যমকর্মীরা এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেননি।
বিজিবি সদস্যের মৃত্যুর ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোররাত আনুমানিক সাড়ে ৫টার দিকে বিজিবির টহল দল ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট এলাকায় ভারত থেকে সীমান্ত অতিক্রম করে একদল গরু চোরাকারবারিকে আসতে দেখে।
বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইশুদ্দীন চোরাকারবারিদের ধাওয়া করেন এবং ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়েন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে তাঁকে খুঁজে পাওয়া না গেলেও পরে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রইশুদ্দীনের মৃত্যু হয়েছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোহাম্মদ রইশুদ্দীনের লাশ দুই দিন পর ফেরত দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে শার্শার শিকারপুর সীমান্তের মুক্তিযোদ্ধা খামারপাড়া ও গাঙ্গুলিয়া সীমান্তের ২৮ নম্বর মেইন পিলার দিয়ে তাঁর লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
তাঁর লাশ যশোর সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হবে বলে বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সিইও জামিল আহম্মেদ জানিয়েছেন।
বিজিবি সৈনিকের লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবির সিইও জামিল আহম্মেদ, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্তসহ ভারতীয় বিএসএফের ১০৭ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এর আগে গত সোমবার ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবির সৈনিক রইশুদ্দীনেক গুলি করে হত্যা করে বিএসএফ। পরে তাঁর লাশ ভারত সীমান্তের ভেতরে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে বিজিবি হত্যার প্রতিবাদ করে এবং লাশ ফেরত পাঠানোর দাবি জানায়। পরে আজ তাঁর লাশ ফেরত দিল বিএসএফ।
এদিকে লাশ হস্তান্তরের সময় দুই দেশের কোনো গণমাধ্যমকর্মীর উপস্থিত থাকার সুযোগ হয়নি। এ ক্ষেত্রে অনেকটা গোপনীয়তা অবলম্বন করা হয়, যে কারণে গণমাধ্যমকর্মীরা এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেননি।
বিজিবি সদস্যের মৃত্যুর ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোররাত আনুমানিক সাড়ে ৫টার দিকে বিজিবির টহল দল ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট এলাকায় ভারত থেকে সীমান্ত অতিক্রম করে একদল গরু চোরাকারবারিকে আসতে দেখে।
বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইশুদ্দীন চোরাকারবারিদের ধাওয়া করেন এবং ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়েন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে তাঁকে খুঁজে পাওয়া না গেলেও পরে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রইশুদ্দীনের মৃত্যু হয়েছে।
ঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।
৩ মিনিট আগেরনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৮ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৮ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
২১ মিনিট আগে