বাংলাদেশ-ভারত সীমান্তে গত সোমবার ভোরে বেনাপোলের ধান্যখোলায় বিজিবির সিপাহি রইশুদ্দীনকে গুলি করে হত্যা করে বিএসএফ। একদল গরু চোরাকারবারিকে প্রতিহত করতে গিয়ে এ ঘটনা ঘটে। তবে বিএসএফ দাবি করছে, বিজিবির সেই সিপাহি ইউনিফর্মে ছিলেন না। তিনি গরু পাচারকারীর ছদ্মবেশে ছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
বিএসএফের সূত্রের বরাত দিয়ে পিটিআই আরও বলেছে, বাংলাদেশি একদল গরু পাচারকারী নতুন করে স্থাপন করা কাঁটাতারের বেড়া ভেঙে ভারতে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে। ভারতীয় এক সৈন্য অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের দলটির সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে তাদের দিকে এগিয়ে যান।
বিএসএফের এক কর্মকর্তা ঘটনা প্রসঙ্গে বলেন, চোরাকারবারিরা বুঝতে পেরেছিল যে, বিএসএফ সেনা সেখানে একা ছিলেন। চোরাকারবারিরা তাঁকে ঘিরে ধরে ধারালো কাস্তে ব্যবহার করে আক্রমণ করে। আত্মরক্ষার্থে তখন গুলি চালান বিএসএফ সেনা। এতে আহত হন একজন হামলাকারী। পরে দেখা যায়, সেই হামলাকারী একজন বিজিবি সিপাহি।
বাকি হামলাকারীরা ভারতীয় সৈন্যকে এড়াতে তখন ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে গবাদিপশু নিয়ে বেড়ার অন্য দিকে চলে যেতে সক্ষম হয়।
পিটিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনার পর একটি পতাকা বৈঠকের সময় বিজিবি বিএসএফকে জানায় যে, তাদের একজন কর্মী নিখোঁজ রয়েছে এবং সন্দেহ করা হচ্ছে যে, তিনি ভারতীয় অংশে প্রবেশ করেছেন।
বিএসএফ বলেছে, গোলাগুলির শব্দ শুনে বিএসএফের কয়েকজন সেনা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে বনগাঁও সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে তল্লাশির সময় একটি গবাদিপশু ও কয়েকটি ধারালো অস্ত্র পাওয়া গেছে।
বিএসএফ আরও বলেছে, একটি ছবি থেকে পরিচয় শনাক্ত করা গেছে যে, নিহত ব্যক্তি মোহাম্মদ রইশুদ্দীন বিজিবিতে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি গরু পাচারকারীদের সঙ্গে চলাফেরা করছিলেন।
এ ছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কলকাতায় বাংলাদেশ হাইকমিশনকে এ ঘটনার কথা বিএসএফ অবগত করেছে বলে জানায় পিটিআই।
বাংলাদেশ-ভারত সীমান্তে গত সোমবার ভোরে বেনাপোলের ধান্যখোলায় বিজিবির সিপাহি রইশুদ্দীনকে গুলি করে হত্যা করে বিএসএফ। একদল গরু চোরাকারবারিকে প্রতিহত করতে গিয়ে এ ঘটনা ঘটে। তবে বিএসএফ দাবি করছে, বিজিবির সেই সিপাহি ইউনিফর্মে ছিলেন না। তিনি গরু পাচারকারীর ছদ্মবেশে ছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
বিএসএফের সূত্রের বরাত দিয়ে পিটিআই আরও বলেছে, বাংলাদেশি একদল গরু পাচারকারী নতুন করে স্থাপন করা কাঁটাতারের বেড়া ভেঙে ভারতে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে। ভারতীয় এক সৈন্য অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের দলটির সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে তাদের দিকে এগিয়ে যান।
বিএসএফের এক কর্মকর্তা ঘটনা প্রসঙ্গে বলেন, চোরাকারবারিরা বুঝতে পেরেছিল যে, বিএসএফ সেনা সেখানে একা ছিলেন। চোরাকারবারিরা তাঁকে ঘিরে ধরে ধারালো কাস্তে ব্যবহার করে আক্রমণ করে। আত্মরক্ষার্থে তখন গুলি চালান বিএসএফ সেনা। এতে আহত হন একজন হামলাকারী। পরে দেখা যায়, সেই হামলাকারী একজন বিজিবি সিপাহি।
বাকি হামলাকারীরা ভারতীয় সৈন্যকে এড়াতে তখন ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে গবাদিপশু নিয়ে বেড়ার অন্য দিকে চলে যেতে সক্ষম হয়।
পিটিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনার পর একটি পতাকা বৈঠকের সময় বিজিবি বিএসএফকে জানায় যে, তাদের একজন কর্মী নিখোঁজ রয়েছে এবং সন্দেহ করা হচ্ছে যে, তিনি ভারতীয় অংশে প্রবেশ করেছেন।
বিএসএফ বলেছে, গোলাগুলির শব্দ শুনে বিএসএফের কয়েকজন সেনা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে বনগাঁও সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে তল্লাশির সময় একটি গবাদিপশু ও কয়েকটি ধারালো অস্ত্র পাওয়া গেছে।
বিএসএফ আরও বলেছে, একটি ছবি থেকে পরিচয় শনাক্ত করা গেছে যে, নিহত ব্যক্তি মোহাম্মদ রইশুদ্দীন বিজিবিতে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি গরু পাচারকারীদের সঙ্গে চলাফেরা করছিলেন।
এ ছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কলকাতায় বাংলাদেশ হাইকমিশনকে এ ঘটনার কথা বিএসএফ অবগত করেছে বলে জানায় পিটিআই।
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)
১ ঘণ্টা আগেগাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নতুন বিধিনিষেধের কারণে জীবন ধারণের অতি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় ঢুকতে পারছে না বলে অভিযোগ তুলেছে শতাধিক আন্তর্জাতিক সংগঠনের। সংস্থাগুলোর দাবি, এসব বিধিনিষেধের ফলে জর্ডান ও মিসরের গুদামঘরে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আটকে আছে, অন্যদিকে খাবারের অভাবে অপুষ্টিতে
১ ঘণ্টা আগেহৃদ্যন্ত্রের বিরল সংক্রমণে কোমায় চলে গিয়েছিলেন চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী এক তরুণী। চিকিৎসকেরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু, এমন সময় পরিবারের হাতে এল এক সুখবর। জিয়াং চেননান নামে ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ভর্তির চিঠিও পাঠিয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের যুদ্ধবিধ্বস্ত পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। হামাসের বিরুদ্ধে টানা ২২ মাসের সামরিক অভিযানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক অভিবাসন ত্বরান্বিত করার ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই...
২ ঘণ্টা আগে