বাংলাদেশের বাজারে নিসান ম্যাগনাইট
বাংলাদেশের বাজারে এসেছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান মোটর করপোরেশনের এসইউভি ‘নিসান ম্যাগনাইট’। ‘ক্যারিশমাটিক’ ডিজাইন এবং দৃঢ় পারফরম্যান্সের একটি আকর্ষণীয় সমন্বয়ের সঙ্গে, অল নিউ নিসান ম্যাগনাইট বাংলাদেশে নিসানের বাজার আরও শক্তিশালী করে, বাজারের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে।