বাংলাদেশের বাজারে এসেছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান মোটর করপোরেশনের এসইউভি ‘নিসান ম্যাগনাইট’। ‘ক্যারিশমাটিক’ ডিজাইন এবং দৃঢ় পারফরম্যান্সের একটি আকর্ষণীয় সমন্বয়ের সঙ্গে, অল নিউ নিসান ম্যাগনাইট বাংলাদেশে নিসানের বাজার আরও শক্তিশালী করে, বাজারের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে।
১৫ তম দেশ হিসেবে বাংলাদেশে উদ্বোধন হলো নিসানের এই মডেলটি। এর আগে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ব্রুনেই, উগান্ডা, কেনিয়া, মোজাম্বিক, জাম্বিয়া, মরিশাস, তানজানিয়া এবং মালাউই’র বাজারে গাড়িটি উন্মোচন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানে ডিজাইন করা নিসান এর ভারতীয় কারখানায় তৈরি গাড়িটি ২০২১ সালে মোটর অকটেন এর ‘গেম-চেঞ্জার অব দ্য ইয়ার’ অটো কার ইন্ডিয়ার ‘ভ্যালু ফর মানি কার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে। এ ছাড়া ‘কার অ্যান্ড বাইক’ ভারতের ‘কমপ্যাক্ট এসইউভি অফ দ্য ইয়ার’; ‘গ্যাজেট অব দ্য ইয়ার’; ‘বেস্ট সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন’ এবং ফ্লাইহুইল অটো অ্যাওয়ার্ড এর ‘বিশেষ জুরি’ জিতে নিয়েছে।
বহুমুখী নির্মাণশৈলী, উন্নত প্রযুক্তি এবং নিরাপত্তার ব্যতিক্রমী বৈশিষ্ট্য নিয়ে এই গাড়িটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে আকর্ষণীয় মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। পাঁচ সিটের এই গাড়িটির রেজিস্ট্রেশনসহ দাম রাখা হচ্ছে ৩০ লাখ ৫০ হাজার টাকা। আর নারী ক্রেতা হলে বিশেষ অফার হিসেবে পাবেন ৩০ লাখ টাকায়।
উদ্বোধনী অনুষ্ঠানে গাড়িটির মডেল উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি। আরও উপস্থিত ছিলেন প্যাসিফিক মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাব মাহমুদ, উপপরিচালক ফারজানা খান, সহকারী পরিচালক মো. নাজিমুল হকসহ অন্যান্য পরিচালকবৃন্দ, কোম্পানির বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশের বাজারে এসেছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান মোটর করপোরেশনের এসইউভি ‘নিসান ম্যাগনাইট’। ‘ক্যারিশমাটিক’ ডিজাইন এবং দৃঢ় পারফরম্যান্সের একটি আকর্ষণীয় সমন্বয়ের সঙ্গে, অল নিউ নিসান ম্যাগনাইট বাংলাদেশে নিসানের বাজার আরও শক্তিশালী করে, বাজারের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে।
১৫ তম দেশ হিসেবে বাংলাদেশে উদ্বোধন হলো নিসানের এই মডেলটি। এর আগে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ব্রুনেই, উগান্ডা, কেনিয়া, মোজাম্বিক, জাম্বিয়া, মরিশাস, তানজানিয়া এবং মালাউই’র বাজারে গাড়িটি উন্মোচন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানে ডিজাইন করা নিসান এর ভারতীয় কারখানায় তৈরি গাড়িটি ২০২১ সালে মোটর অকটেন এর ‘গেম-চেঞ্জার অব দ্য ইয়ার’ অটো কার ইন্ডিয়ার ‘ভ্যালু ফর মানি কার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে। এ ছাড়া ‘কার অ্যান্ড বাইক’ ভারতের ‘কমপ্যাক্ট এসইউভি অফ দ্য ইয়ার’; ‘গ্যাজেট অব দ্য ইয়ার’; ‘বেস্ট সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন’ এবং ফ্লাইহুইল অটো অ্যাওয়ার্ড এর ‘বিশেষ জুরি’ জিতে নিয়েছে।
বহুমুখী নির্মাণশৈলী, উন্নত প্রযুক্তি এবং নিরাপত্তার ব্যতিক্রমী বৈশিষ্ট্য নিয়ে এই গাড়িটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে আকর্ষণীয় মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। পাঁচ সিটের এই গাড়িটির রেজিস্ট্রেশনসহ দাম রাখা হচ্ছে ৩০ লাখ ৫০ হাজার টাকা। আর নারী ক্রেতা হলে বিশেষ অফার হিসেবে পাবেন ৩০ লাখ টাকায়।
উদ্বোধনী অনুষ্ঠানে গাড়িটির মডেল উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি। আরও উপস্থিত ছিলেন প্যাসিফিক মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাব মাহমুদ, উপপরিচালক ফারজানা খান, সহকারী পরিচালক মো. নাজিমুল হকসহ অন্যান্য পরিচালকবৃন্দ, কোম্পানির বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৯ হাজার ৩৬১ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে ৬ হাজার ৬৭৭ কোটি টাকা অর্থায়ন করবে সরকার। বৈদেশিক ঋণের অর্থায়ন হবে ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক বাণিজ্যে ভারতীয় মুদ্রা রুপির ব্যবহার বাড়াতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এখন থেকে বিদেশি ব্যাংকগুলোর জন্য ‘স্পেশাল রুপি ভোস্ট্রো অ্যাকাউন্ট’ (এসআরভিএ) খোলার আগে আরবিআইয়ের অনুমতির আর প্রয়োজন হবে না। এ সিদ্ধান্তের ফলে রুপিভিত্তিক বাণিজ্য লেনদেন
৩ ঘণ্টা আগেজাপানের ফুফুওয়ারা টকাই বিশ্ববিদ্যালয়ে সাঁতার সকার ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী বিকেএসপি অনূর্ধ্ব-১৭ ফুটবল দল গতকাল (১৬ আগস্ট) শেষ খেলায় ২-২ গোলে ড্র করেছে। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচটিতে বিকেএসপি দুবার পিছিয়ে পড়েও ভালো খেলে ম্যাচটি ড্র করে।
৪ ঘণ্টা আগেস্ট্রোক, ক্যানসার, কিডনি ফেইলিউর ও হার্ট অ্যাটাকের মতো ১০ ধরনের জটিল শারীরিক অসুস্থতায় আর্থিক সুরক্ষা দিতে নতুন একটি স্বাস্থ্যবিমা চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। ‘মেটলাইফ ক্রিটিক্যাল ইলনেস ইনস্যুরেন্স উইথ রিটার্ন অব প্রিমিয়াম (এমসিআইআই–আরওপি)’ নামের এ প্ল্যান বিমাগ্রহীতা ও তাঁর পরিবারের সদস্যদের সংকটক
৪ ঘণ্টা আগে