বৃক্ষরোপণে সদকার সওয়াব
গাছ লাগানো ও কৃষকের জীবনধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এ ক্ষেত্রে ব্যাপক উৎসাহ দেয় ইসলাম। মহানবী (সা.) এরশাদ করেছেন, ‘কোনো মুসলমান যদি গাছ লাগায় বা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু খায়, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।’ (বুখারি: ২৩২০)