মাথা থেকে গাছের গুঁড়ি পড়ে মৃত্যু
কিশোরগঞ্জের কটিয়াদীতে নিজের মাথায় বহন করা কাঠের গুঁড়ি শরীরে পড়ে মো. বিল্লাল মিয়া (৫৫) নামে এক শ্রমিক মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত সোমবার রাত ২টার দিকে মারা যান তিনি। বিল্লাল মিয়া কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামের বাসিন্দা।