Ajker Patrika

পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটার অভিযোগ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৫: ৩৪
পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটার অভিযোগ

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের বরইচারা ইকোপার্কের পানি উন্নয়ন বোর্ডের ২০ থেকে ২৫টি ছোট-বড় গাছ কাটার অভিযোগ উঠেছে।

গঙ্গারামখালি সম্মিলিত পঞ্চপল্লী সমবায় সমিতির সভাপতি মোস্তফা বিশ্বাস ও সদস্য আশরাফ শেখ টুকুর বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

শ্রীপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা কর্মচারী কাউছার মোল্লার হস্তক্ষেপে গাছগুলো উদ্ধার করা হয়। পরে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের এসও আনিচুর রহমান সরেজমিন গিয়ে গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিন দেখা যায়, গাছগুলো পানি উন্নয়ন বোর্ডের অধীনে। গঙ্গারামখালি সম্মিলিত পঞ্চপল্লী সমবায় সমিতি গাছগুলো রোপণ করেছে। গত ২৩ জানুয়ারি রবিবার সকালে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটা হচ্ছে। এর মধ্যে আকাশ মনি, বাবলা ও ইউ কালেক্টরসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটা হচ্ছে। ভ্যান ও ট্রাকে সরিয়ে নেওয়া হচ্ছে।

এলাকাবাসী জানান, গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব সমিতির থাকলেও, কাটার অধিকার নেই। কিন্তু সমিতি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময়ে গাছগুলো কেটে সাবাড় করছে।

সমিতির সদস্য আশরাফ শেখ টুকু বলেন, এই জায়গাটা পানি উন্নয়ন বোর্ডের। ডিট-ডকুমেন্ট আমাদের নামে। আমরা সমিতির লোকজন গাছগুলো রক্ষণাবেক্ষণ করি। আমাদের গাছগুলো ছেঁটে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গাছ কাটার অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি গাছ কাটার অনুমতি নেই বলে জানান।

মাগুরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, গাছগুলো পানি উন্নয়ন বোর্ডের। রক্ষণাবেক্ষণের দায়িত্ব সমিতির থাকলেও, কাটার ক্ষমতা নেই। আমি অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে লোকও পাঠিয়েছি। যদি সত্যি হয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত