শিশু কি হীনম্মন্যতায় ভুগছে
হীনম্মন্যতার অর্থ নিজের সম্পর্কে নিকৃষ্ট, অপ্রতিভ, অপর্যাপ্ত ইত্যাদি মনোভাব পোষণ করা। আত্মবিশ্বাস যদি মুদ্রার এপিঠ হয়, তাহলে হীনম্মন্যতা মুদ্রার উল্টো পিঠ। হীনম্মন্যতার মূল কারণ শিশুর ত্রুটিপূর্ণ লালন পদ্ধতি, যা শৈশবেই ঘটে।