Ajker Patrika

‘গবেষকদের মতামতেই প্রত্নস্থানগুলোর সংস্কার ও উন্নয়ন’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৬: ২৫
‘গবেষকদের মতামতেই প্রত্নস্থানগুলোর সংস্কার ও উন্নয়ন’ 

দেশের প্রত্নস্থানগুলোর যে সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা সরকার হাতে নিয়েছে, তা সংশ্লিষ্ট গবেষকদের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আজ মঙ্গলবার ঢাকার লালবাগ জাদুঘরের হলরুমে যুক্তরাষ্ট্রের দূতাবাসের উদ্যোগে ‘লালবাগ দুর্গস্থ হাম্মামখানার সংস্কার-সংরক্ষণ কার্যক্রমের অগ্রগতিবিষয়ক পর্যালোচনা ও অংশীজন সভা’ শীর্ষক আয়োজনে এ কথা বলেন তিনি। 

উন্নয়নে স্থানীয় জনগণের কল্যাণের বিষয়টিও এ ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। বলেন, মোগলরা জনগণের অর্থ দিয়েই এই হম্মামখানা ও দুর্গ নির্মাণ করেছে। তাই এই জাদুঘরের আয়, উন্নয়ন ও সংস্কার পরিকল্পনায় স্থানীয় জনগণের কল্যাণের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। জাদুঘরের সংস্কারকাজে অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

লিখিত বক্তব্যে জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি সামনে রেখে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য সংস্কার-সংরক্ষণের লক্ষ্যে মার্কিন দূতাবাসের অর্থায়নে লালবাগ জাদুঘরের হাম্মামখানার এই সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ২০২১ সালের ২৪ মার্চ এই প্রকল্পের উদ্বোধন করা হয়।

লালবা‌গ দু‌র্গের হাম্মামখানার সংস্কার ও সংরক্ষণ বিষয়ক পর্যা‌লোচনা সভায় উপ‌স্থিত গ‌বেষকেরাপ্রকল্পটি বাস্তবায়নের জন্য তিনজন দেশীয় বিশেষজ্ঞ অধ্যাপক ড. আবু সাঈদ, এম আহমেদ, অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ এবং বিদেশি বিশেষজ্ঞ ড. টি এম জে নিলান কোরেকে পরামর্শক হিসেবে কাজ করছেন। 

ত্রিমাত্রিক স্থাপত্যের ডকুমেন্টেশনের জন্য বিশেষায়িত ফার্ম হিসেবে গ্লোবাল সার্ভে কনসালট্যান্ট কাজ করছে। পুরো প্রকল্প প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হেরিটেজ সেলের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে অধ্যাপক ড. আবু সাঈদ লালবাগ দুর্গেই একটি সাইট মিউজিয়াম করার প্রস্তাব দেন। 

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক তানিয়া সুলতানার সঞ্চালনায় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পণ্ডিতের সভাপতিত্বে পর্যালোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুরসহ অন্যরা। উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে মতামত দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মালিহা নার্গিস আহমেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত