২০২০ সালে পৃথিবীতে করোনা মহামারি দেখা দেওয়ার পর অনেকেই মুখে মাস্ক পরতে শুরু করেছিলেন। তবে যাঁরা নিজেদের সুন্দর মনে করেন, তাঁদের মাস্ক পরায় আগ্রহ কম। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
ফ্রন্টিয়ার্স অব সাইকোলজি জার্নালের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনপিআর জানিয়েছে, ১ হাজার ৩০ জন মানুষের ওপর জরিপ চালিয়ে গবেষকেরা এ সিদ্ধান্তে পৌঁছান। গবেষকেরা জরিপে অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করেছিলেন, তাঁরা নিজেদের কতটা আকর্ষণীয় বা সুন্দর মনে করেন, তাঁরা মাস্ক পরতে আগ্রহী কি না, কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন চাকরির ইন্টারভিউয়ের সময় কিংবা রাস্তায় কুকুর নিয়ে হাঁটার সময় তাঁরা মাস্ক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কি না।
এসব প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে গবেষকেরা জানতে পেরেছেন, যারা নিজেদের দেখতে সুন্দর ও আকর্ষণীয় মনে করেন, তাঁরা মাস্ক পরতে চান না। তাঁরা মনে করেন, মাস্ক পরলে তাঁদের কম সুন্দর দেখাবে। অন্যদিকে যারা নিজেদের কম আকর্ষণীয় ও কম সুন্দর মনে করেন, তারা মাস্ক পরতে বেশি আগ্রহী।
এনপিআর জানিয়েছে, এ বছরের জানুয়ারির শেষের দিকে ফ্রন্টিয়ার্স অব সাইকোলজি জার্নালে এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়। ওই জার্নালের গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, নিজেদের দেখতে সুন্দর মনে করা গোষ্ঠী বলেছেন, তাঁরা চাকরির ইন্টারভিউয়ের সময়েও মাস্ক পরতে চান না। অন্যদিকে নিজেদের কম সুন্দর মনে করা গোষ্ঠী বলেছেন, তাঁরা বিশেষ পরিস্থিতিতে (ইন্টারভিউয়ের সময়) মাস্ক পরতে চান।
কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির তিন গবেষক সেউং ইউন চা, জাইল কু ও ইনচেওল চোই এ গবেষণা চালিয়েছেন। তাঁরা বলেছেন, গবেষণা থেকে আমরা বুঝতে পেরেছি, করোনার হাত থেকে বাঁচতে মানুষ মাস্ক পরা শুরু করলেও করোনা-পরবর্তী সময়ে অনেকেই মাস্ক পরছেন না। বিশেষ করে যাঁরা নিজেদের দেখতে সুন্দর মনে করেন, তাঁদের মাস্ক পরায় আগ্রহ কম।
২০২০ সালে পৃথিবীতে করোনা মহামারি দেখা দেওয়ার পর অনেকেই মুখে মাস্ক পরতে শুরু করেছিলেন। তবে যাঁরা নিজেদের সুন্দর মনে করেন, তাঁদের মাস্ক পরায় আগ্রহ কম। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
ফ্রন্টিয়ার্স অব সাইকোলজি জার্নালের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনপিআর জানিয়েছে, ১ হাজার ৩০ জন মানুষের ওপর জরিপ চালিয়ে গবেষকেরা এ সিদ্ধান্তে পৌঁছান। গবেষকেরা জরিপে অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করেছিলেন, তাঁরা নিজেদের কতটা আকর্ষণীয় বা সুন্দর মনে করেন, তাঁরা মাস্ক পরতে আগ্রহী কি না, কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন চাকরির ইন্টারভিউয়ের সময় কিংবা রাস্তায় কুকুর নিয়ে হাঁটার সময় তাঁরা মাস্ক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কি না।
এসব প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে গবেষকেরা জানতে পেরেছেন, যারা নিজেদের দেখতে সুন্দর ও আকর্ষণীয় মনে করেন, তাঁরা মাস্ক পরতে চান না। তাঁরা মনে করেন, মাস্ক পরলে তাঁদের কম সুন্দর দেখাবে। অন্যদিকে যারা নিজেদের কম আকর্ষণীয় ও কম সুন্দর মনে করেন, তারা মাস্ক পরতে বেশি আগ্রহী।
এনপিআর জানিয়েছে, এ বছরের জানুয়ারির শেষের দিকে ফ্রন্টিয়ার্স অব সাইকোলজি জার্নালে এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়। ওই জার্নালের গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, নিজেদের দেখতে সুন্দর মনে করা গোষ্ঠী বলেছেন, তাঁরা চাকরির ইন্টারভিউয়ের সময়েও মাস্ক পরতে চান না। অন্যদিকে নিজেদের কম সুন্দর মনে করা গোষ্ঠী বলেছেন, তাঁরা বিশেষ পরিস্থিতিতে (ইন্টারভিউয়ের সময়) মাস্ক পরতে চান।
কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির তিন গবেষক সেউং ইউন চা, জাইল কু ও ইনচেওল চোই এ গবেষণা চালিয়েছেন। তাঁরা বলেছেন, গবেষণা থেকে আমরা বুঝতে পেরেছি, করোনার হাত থেকে বাঁচতে মানুষ মাস্ক পরা শুরু করলেও করোনা-পরবর্তী সময়ে অনেকেই মাস্ক পরছেন না। বিশেষ করে যাঁরা নিজেদের দেখতে সুন্দর মনে করেন, তাঁদের মাস্ক পরায় আগ্রহ কম।
নিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
১৫ ঘণ্টা আগেবিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
২ দিন আগেআমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
২ দিন আগেপৃথিবীর বাইরের কোনো গ্রহে যদি একদিন মানুষের বসতি গড়তে হয়, তাহলে কেমন হবে সেই পরিবেশ? সেটা বোঝার চেষ্টা থেকেই যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় তৈরি হয়েছিল ‘বায়োস্ফিয়ার ২’। তিন একরের বেশি জায়গাজুড়ে নির্মিত বিশাল কাচঘেরা ভবনটি যেন এক কৃত্রিম পৃথিবী।
২ দিন আগে