বেশির ভাগ ক্ষেত্রেই অকার্যকর ‘নট ইন্টারেস্টেড’, ‘ডিসলাইক’, ‘স্টপ রেকমেন্ডিং চ্যানেল’ ও ‘রিমুভ ফ্রম ওয়াচ হিস্টরি’র মতো বাটন। ২০ হাজারের বেশি ইউটিউব ব্যবহারকারীর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন গবেষকেরা।
কোনো নির্দিষ্ট শ্রেণির ভিডিও দেখতে ব্যবহারকারী অনিচ্ছার কথা ইউটিউবকে জানানোর পরও পরামর্শে একই ধরনের ভিডিও কনটেন্ট আসতে থাকে বলে উঠে এসেছে মজিলার করা গবেষণায়।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে ভালো ফলাফলেও দেখা গেছে অর্ধেকের বেশিবারই এমন ভিডিও পরামর্শে আসে, যেগুলো ব্যবহারকারী দেখতে চান না।
ব্যবহারকারীর কাছ থেকে প্রকৃত তথ্য সংগ্রহে গবেষকেরা বাছাই করেন মজিলা ফাউন্ডেশনের ‘রিগ্রেটসরিপোর্টার’ নামে ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করা স্বেচ্ছাসেবকদের। এটি অংশগ্রহণকারীর দেখা ইউটিউব ভিডিওতে একটি সাধারণ ‘স্টপ রেকমেন্ডিং’ বাটন যুক্ত করে।
প্রতিবার মজিলার বসানো বাটনে ক্লিক করলে ইউটিউবের কাছে ভিন্ন ভিন্ন সিগন্যাল পৌঁছায়। তবে ‘নট ইন্টারেস্টেড’, ‘ডিসলাইক’, ‘স্টপ রেকমেন্ডিং চ্যানেল’, ‘রিমুভ ফ্রম ওয়াচ হিস্টরি’ ও একটি কন্ট্রোল গ্রুপের কোনো ফিডব্যাক প্ল্যাটফর্মে পৌঁছায়নি।
ইউটিউবের পরামর্শ দেওয়া ৫০ কোটির বেশি ভিডিও থেকে তথ্য সংগ্রহ করে ৪৪ হাজারের বেশি ভিডিওর জোড়া তৈরি করেছেন গবেষকেরা। এর একটি হচ্ছে ‘বাতিল করা’ ভিডিও, অন্যটি হচ্ছে ‘সবচেয়ে বেশি পরামর্শ দেওয়া’ ভিডিও।
গবেষণায় দেখা যায়, বাজে ভিডিওর পরামর্শ ঠেকাতে বেইজলাইন কন্ট্রোল গ্রুপের তুলনায় ‘ডিসলাইক’ ও ‘নট ইন্টারেস্টেড’ সিগন্যাল খুব একটা কার্যকর ছিল না। এদের কার্যকারিতার হার ছিল যথাক্রমে ১২ ও ১১ শতাংশ। আর ‘ডোন্ট রেকমেন্ড চ্যানেল’ ও ‘রিমুভ ফ্রম হিস্টরি’ বাটন সেই তুলনায় বেশি কার্যকর ছিল। এগুলো যথাক্রমে ৪৩ ও ২৯ শতাংশ পরামর্শ ঠেকিয়েছে।
গবেষকেরা বলেন, ব্যবহারকারী নিজের অভিজ্ঞতা থেকে যে মতামত দেন, সেটিকে সম্মান করা উচিত ইউটিউবের। দর্শক কীভাবে প্ল্যাটফর্মে সময় কাটাতে চান, তা গুরুত্বপূর্ণ সংকেত হিসাবে বিবেচনা করা উচিত।’
তবে ইউটিউবের মুখপাত্র এলেনা হার্নান্দেজ বলেন, এমনটি ইচ্ছাকৃতভাবেই করা হয়। কারণ, কোনো বিষয়ে সব কনটেন্ট ব্লক করার চেষ্টা করে না তাঁদের প্ল্যাটফর্ম।
বেশির ভাগ ক্ষেত্রেই অকার্যকর ‘নট ইন্টারেস্টেড’, ‘ডিসলাইক’, ‘স্টপ রেকমেন্ডিং চ্যানেল’ ও ‘রিমুভ ফ্রম ওয়াচ হিস্টরি’র মতো বাটন। ২০ হাজারের বেশি ইউটিউব ব্যবহারকারীর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন গবেষকেরা।
কোনো নির্দিষ্ট শ্রেণির ভিডিও দেখতে ব্যবহারকারী অনিচ্ছার কথা ইউটিউবকে জানানোর পরও পরামর্শে একই ধরনের ভিডিও কনটেন্ট আসতে থাকে বলে উঠে এসেছে মজিলার করা গবেষণায়।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে ভালো ফলাফলেও দেখা গেছে অর্ধেকের বেশিবারই এমন ভিডিও পরামর্শে আসে, যেগুলো ব্যবহারকারী দেখতে চান না।
ব্যবহারকারীর কাছ থেকে প্রকৃত তথ্য সংগ্রহে গবেষকেরা বাছাই করেন মজিলা ফাউন্ডেশনের ‘রিগ্রেটসরিপোর্টার’ নামে ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করা স্বেচ্ছাসেবকদের। এটি অংশগ্রহণকারীর দেখা ইউটিউব ভিডিওতে একটি সাধারণ ‘স্টপ রেকমেন্ডিং’ বাটন যুক্ত করে।
প্রতিবার মজিলার বসানো বাটনে ক্লিক করলে ইউটিউবের কাছে ভিন্ন ভিন্ন সিগন্যাল পৌঁছায়। তবে ‘নট ইন্টারেস্টেড’, ‘ডিসলাইক’, ‘স্টপ রেকমেন্ডিং চ্যানেল’, ‘রিমুভ ফ্রম ওয়াচ হিস্টরি’ ও একটি কন্ট্রোল গ্রুপের কোনো ফিডব্যাক প্ল্যাটফর্মে পৌঁছায়নি।
ইউটিউবের পরামর্শ দেওয়া ৫০ কোটির বেশি ভিডিও থেকে তথ্য সংগ্রহ করে ৪৪ হাজারের বেশি ভিডিওর জোড়া তৈরি করেছেন গবেষকেরা। এর একটি হচ্ছে ‘বাতিল করা’ ভিডিও, অন্যটি হচ্ছে ‘সবচেয়ে বেশি পরামর্শ দেওয়া’ ভিডিও।
গবেষণায় দেখা যায়, বাজে ভিডিওর পরামর্শ ঠেকাতে বেইজলাইন কন্ট্রোল গ্রুপের তুলনায় ‘ডিসলাইক’ ও ‘নট ইন্টারেস্টেড’ সিগন্যাল খুব একটা কার্যকর ছিল না। এদের কার্যকারিতার হার ছিল যথাক্রমে ১২ ও ১১ শতাংশ। আর ‘ডোন্ট রেকমেন্ড চ্যানেল’ ও ‘রিমুভ ফ্রম হিস্টরি’ বাটন সেই তুলনায় বেশি কার্যকর ছিল। এগুলো যথাক্রমে ৪৩ ও ২৯ শতাংশ পরামর্শ ঠেকিয়েছে।
গবেষকেরা বলেন, ব্যবহারকারী নিজের অভিজ্ঞতা থেকে যে মতামত দেন, সেটিকে সম্মান করা উচিত ইউটিউবের। দর্শক কীভাবে প্ল্যাটফর্মে সময় কাটাতে চান, তা গুরুত্বপূর্ণ সংকেত হিসাবে বিবেচনা করা উচিত।’
তবে ইউটিউবের মুখপাত্র এলেনা হার্নান্দেজ বলেন, এমনটি ইচ্ছাকৃতভাবেই করা হয়। কারণ, কোনো বিষয়ে সব কনটেন্ট ব্লক করার চেষ্টা করে না তাঁদের প্ল্যাটফর্ম।
চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের বিনিয়োগকারীদের কাছে প্রায় ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ডলারের শেয়ার বিক্রির উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক কর্মীরা। বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে সফটব্যাংক গ্রুপ, থ্রাইভ ক্যাপিটাল এবং ড্রাগনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ। একজন সংশ্লিষ্ট সূত্রের বরাতে গত শুক্রবার এ তথ্য জা
১ ঘণ্টা আগেআগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
১৬ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১ দিন আগে