গলার কাঁটা মেন্ডিসকে অবশেষে ফেরাল বাংলাদেশ
বাংলাদেশ যেন কুশল মেন্ডিসের বড্ড প্রিয় প্রতিপক্ষ। সংস্করণ, ভেন্যু—যা-ই হোক না কেন, বাংলাদেশকে পেলে তাঁর ব্যাট কথা বলে তরবারির মতো। লঙ্কানরা যখনই চাপে পড়ে, তখনই ঢাল হয়ে দাঁড়ান মেন্ডিস। অবশেষে তাঁর উইকেট ফেলতে পারল বাংলাদেশ।